• গত ১ মাসে কাদের দেওয়া হয়েছে সংক্রমিত স্যালাইন, তালিকা প্রকাশের দাবি শুভেন্দুর
    হিন্দুস্তান টাইমস | ১৫ জানুয়ারি ২০২৫
  • সংক্রমিত স্যালাইন ব্যবহারের ফলে রোগীমৃত্যুর প্রতিবাদে বিজেপি বিধায়কদের স্বাস্থ্যভবন অভিযানের শেষে রাজ্য সরকারের কাছে একগুচ্ছ দাবি তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও স্বাস্থ্যভবনে ঢোকার মুখে এদিন পুলিশ শুভেন্দুবাবুকে বাধা দিলে সাময়িক উত্তেজনা ছড়ায়। সাক্ষাৎ সেরে বেরিয়ে শুভেন্দুবাবু দাবি করেন, গত ১ মাসে যাদের এই স্যালাইন দেওয়া হয়েছে তাদের সবার নাম প্রকাশ করতে হবে রাজ্য সরকারকে। তিনি বলেন, যাদের এই স্যালাইন দেওয়া হয়েছে তাদের যে কোনও সময় কিডনি বিকল হয়ে যেতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

    স্বাস্থ্য সচিবের সাক্ষাৎ করতে শুভেন্দুবাবুর নেতৃত্বে স্বাস্থ্যভবনে যায় তৃণমূল বিধায়কদের দল। শুভেন্দুবাবুর দাবি, স্বাস্থ্য সচিবের অনুমতি নিয়ে এলেও তাদের ব্যারিকেড করে বাধা দেয় পুলিশ। একে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায় স্বাস্থ্য ভবনের গেটের সামনে। এর পর বিজেপি বিধায়কদের স্বাস্থ্য ভবনে প্রবেশের অনুমতি দেয় পুলিশ।

    স্বাস্থ্য ভবন থেকে বেরিয়ে শুভেন্দুবাবু বলেন, ‘আমি জানতে চেয়েছিলাম শুধুমাত্র এই ৫ জনকেই এই স্যালাইন দেওয়া হয়েছে, না কি আরও কেউ রয়েছে। আমাকে কোনও জবাব দিতে পারেনি। আমি একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে এই ঘটনার তদন্ত দাবি করছি। গত ১ মাস ধরে কোটি কোটি মানুষকে সরকারি হাসপাতালে এই স্যালাইন দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, যাদের এই স্যালাইন দেওয়া হয়েছে তাদের যে কোনও সময় কিডনি ফেল করতে পারে। তখন এই সরকার নিজের দায় ঝাড়তে কিডনি ফেলের কারণ হিসাবে অন্য কোনও যুক্তি খাড়া করবে। তাই গত ১ মাসে যাদের এই সংক্রমিত স্যালাইন দেওয়া হয়েছে তাদের তালিকা এখনই সরকারকে প্রকাশ করতে হবে। যাদের সংক্রমিত স্যালাইন দিয়েছে তাদের অভিশাপে ধ্বংস হয়ে যাবে এই সরকার।’

    একই সঙ্গে ফের এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় ও স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের গ্রেফতারি দাবি করেন তিনি। স্বাস্থ্য ভবন থেকে বেরিয়ে ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানায় যান শুভেন্দুবাবু। সেখানে এই ঘটনায় স্বাস্থ্য আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)