পুলিশকে গুলি করে পালাল বিচারাধীন বন্দি। উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের ঘটনা। পাঞ্জিপাড়ায় পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করা হয় বলে অভিযোগ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দুই পুলিশ কর্মী জখম হয়েছেন। নাম, নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য। তাঁদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি হাসপাতালে পৌঁছন ইসলামপুর পুলিশ জেলার সুপার জবি থমাস। যান পুর চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল।
সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্বে যারা, সেই পুলিশ কর্মীদেরই নিরাপত্তা নিয়ে এ দিন প্রশ্ন উঠল। প্রাথমিক ভাবে যা জানা যাচ্ছে, অভিযুক্তকে প্রিজ়ন ভ্যানে করে নিয়ে যাচ্ছিল পুলিশ। রাস্তায় বাথরুমে যাওয়ার নাম করে গাড়ি থেকে নামে অভিযুক্ত। এর পরই পর পর গুলি চালাতে থাকে। সূত্রের খবর, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
অ্যাম্বুল্যান্স চালক রাহুল দেব দাস বলেন, ‘দু’জন পুলিশ অফিসারকে হাসপাতালে নিয়ে আসি। আমরা পাঞ্জিপাড়া দিয়ে যাচ্ছিলাম। সে সময় স্থানীয় লোকজন আমাদের গাড়ি আটকায়। ওই দু’জন পুলিশ অফিসারকে গাড়িতে তুলে দেয়। পরে তাঁরাই জানান, গুলি লেগেছে। শুনলাম একজনের গায়ে একটা গুলি লেগেছে, অন্য জনের গায়ে দু’টো গুলি লাগে।’ ইসলামপুর পুলিশ জেলার সুপার জবি থমাস বলেন, ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।
জানা গিয়েছে, পলাতক অভিযুক্তের নাম সাজ্জাক আলম। করণদিঘির ছোট শহর এলাকায় তার বাড়ি। তার বিরুদ্ধে খুনের মামলা চলছে।