• বুধে ‘বেপাত্তা’ বাঘ, নাগাল পেতে কী কী পদক্ষেপ বন দপ্তরের?
    এই সময় | ১৫ জানুয়ারি ২০২৫
  • লুকোচুরি খেলা চলছেই। বুধবার নতুন করে রাজ্যে ঢুকে পড়া বাঘটির কোনও পায়ের চিহ্ন পেল না বন দপ্তর। যেখানেই বাঘের পাগমার্ক বা বিষ্ঠা ও মৃত পশুর দেহাবশেষ পাওয়া যাচ্ছে, সেখানেই বন দপ্তরের টিম যাচ্ছে। নির্দিষ্ট জায়গায় বসানো হচ্ছে ক্যামেরা। তবে বাঘের গতিবিধি সম্পর্কে এখনও ধোঁয়াশা রয়েছে বনকর্মীদের মধ্যে।

    বনমন্ত্রী বীরবাহা হাঁসদা এ দিন বলেন, ‘আজকে আমাদের কাছে আর কোনও আপডেট নেই। সকাল থেকে তার পায়ের ছাপও দেখতে পাওয়া যায়নি। বন দপ্তরের কর্মীরা সবাই নজর রেখেছেন।’ বাঘিনি জ়িনাতের মতো এই বাঘটির গলায় রেডিয়ো কলার লাগানো নেই বলে বেগ পেতে হচ্ছে বনকর্মীদের।

    পুরুলিয়ার বান্দোয়ানের যমুনাগড়া, কেশরা, বেলডুংরি, লাউপালের পর মানবাজার-২ নং ব্লকের নেকড়ে জঙ্গলে বাঘের পায়ের ছাপের দেখা মেলে। এলাকা থেকে বেশ কয়েকটা ছাগলের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। স্পটে যায় বনকর্মীদের টিম। বাঘের পায়ের ছাপের নমুনা সংগ্রহ করা হয়। তবে প্রতি দিনই নিজের অবস্থান পরিবর্তন করছে বাঘটি বলে জানিয়েছেন বন দপ্তর।

    বনমন্ত্রী আরও জানান, বাঘটিকে ধরার জন্য যে যে পদক্ষেপ করা প্রয়োজন যেমন ক্যামেরা বসানো, সুন্দরনের টিমকে কাজে লাগানো সবই করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা যাতে জঙ্গলের দিকে না যায়, সে জন্য সতর্কীকরণ করা হয়েছে। জঙ্গলের ভেতরে শুধুমাত্র বাঘের উপর নজরদারি রাখার জন্য ক্যামেরা লাগানোর কাজ চলেছে। বুধবারও বেশ কিছু জায়গায় পরিদর্শন করেছেন বনকর্মীরা। নতুন করে বেশ কয়েকটি জায়গায় টোপ সমেত খাঁচা পাতার চিন্তাভাবনা করছে বন দপ্তর। তবে প্রায় দশ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ঘুরে বেড়ানো বাঘকে বাগে আনা খুবই কঠিন বলে জানিয়েছেন বনকর্তারা।

  • Link to this news (এই সময়)