• পরপর তিনটি গাড়িতে ধাক্কা মেরে ২ মাসের শিশুর প্রাণ কাড়ল ঘাতক বাস
    এই সময় | ১৫ জানুয়ারি ২০২৫
  • বেপরোয়া বাসের পরপর তিনটি গাড়িতে ধাক্কা, প্রাণ কাড়ল দু’ মাসের শিশুর। বাঁকুড়ার জয়পুর থানার দাসদিঘিতে বুধবার এই ঘটনা ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক, একটি চার চাকার গাড়ি ও একটি টোটোকে ধাক্কা মারে। অভিযোগ, বাসটি প্রথমে একটি লরিতে ধাক্কা মারে, তার পরই ধাক্কা মারে চার চাকার গাড়িতে। সেখান থেকে টোটোয় ধাক্কা দিতেই তা পাশের একটি ফাঁকা মাঠে খেলনা গাড়ির মতো উল্টে পড়ে। এই ঘটনায় ৫ জন আহত হন।

    সকলকেই জয়পুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চার জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তবে জয়পুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকরা দু’মাসের বাচ্চাটিকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই ওই বাসটিকে আটক করেছে পুলিশ।

    বিষ্ণুপুর মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রকাশ দাস জানান, বেপরোয়া বাসের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। ঘাতক বাসটি আটক করা হলেও চালক পলাতক। তার খোঁজ চলছে। কী ভাবে পরপর তিনটি গাড়িতে ধাক্কা লাগল, তা খতিয়ে দেখছে পুলিশ।

    বাসে কোনও সমস্যার কারণে এই ঘটনা নাকি চালক মদ্যপ অবস্থায় ছিলেন, সবটাই খতিয়ে দেখা হচ্ছে। এখনও অবধি যা খবর, বাসটি একটি টুরিস্ট বাস। বাসের সামনের দিকও তুবড়ে গিয়েছে। তবে সেখানে কোনও যাত্রী ছিল না বলেই খবর।

    টোটো চালক সাগর পাত্র জানান, যাত্রী নিয়ে কোতুলপুর থেকে রাউতখণ্ডের দিকে যাচ্ছিলেন তিনি। উল্টো দিক থেকে খুব জোর গতিতে একটি বাস আসছিল। এমন ধাক্কা মারে, মাঠে পড়ে যায় তাঁর গাড়ি। তাঁর গাড়িতেই শিশু-সহ চারজন যাত্রী ছিলেন।

  • Link to this news (এই সময়)