• গঙ্গাসাগরের নিশ্ছিদ্র নিরাপত্তার দায়িত্বে ওরাও, চেনেন বঙ্কো আর ম্যাক্সিকে?
    এই সময় | ১৬ জানুয়ারি ২০২৫
  • গুটি গুটি পায়ে হেঁটে চলেছে গোটা সৈকত জুড়ে। সন্দেহ হলেই দৌড় লাগাচ্ছে সে দিকে। ঘ্রাণশক্তিকে কাজে লাগিয়ে লক্ষ লক্ষ পূণ্যার্থীর নিরাপত্তার দায়িত্বে তারাও কর্তব্যরত। জুটি বেঁধে ‘ডিউটি’ করে যাচ্ছে বঙ্কো এবং ম্যাক্সি।

    মেলায় এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ১০ লক্ষ তীর্থযাত্রী এসেছেন বলে জেলা প্রশাসন সূত্রে খবর। তীর্থযাত্রীদের জন্য নিরাপত্তায় কোনও খামতি রাখা হচ্ছে না পুলিশ প্রশাসনের তরফে। কোনওরকম নাশকতামূলক ঘটনা যাতে না ঘটে, সেই কারণেই গঙ্গাসাগরে নিয়ে যাওয়া হয়েছে দু’জনকে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পক্ষ থেকেই এই দুটি প্রশিক্ষণপ্রাপ্ত সারমেয়কে নিয়ে যাওয়া হয়েছে সেখানে।

    দেশে মহাকুম্ভ মেলার পর অন্যতম বৃহত্তম মেলা হয় গঙ্গাসাগরে। প্রতি বছর গঙ্গাসাগরে কপিলমুনি মন্দির প্রাঙ্গন এলাকায় মোক্ষ লাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক পুণ্যার্থীরা আসেন। তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করেছে জেলা প্রশাসন।

    স্থলভাগে কয়েক হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। তেমনই আকাশপথে হেলিকপ্টার ও ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয়। জলপথে হোভারক্রাফ্ট, স্পিডবোট এবং লাইভ বোর্ড-এর মাধ্যমে নজরদারি চালানো হয়। জলভাগের নিরাপত্তার দায়িত্বভার নেয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ভারতীয় নৌ বাহিনী। গঙ্গাসাগর মেলায় দেশ-বিদেশ থেকে আসা পর্যটকরা যাতে নির্বিঘ্নে পুণ্যস্নান সেরে ফিরতে পারেন, তার জন্য বিশেষ নজরদারি ব্যবস্থা। ২৪ ঘণ্টা গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে টহল দিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে বস্কো ও ম্যাক্সিও।

  • Link to this news (এই সময়)