আচমকাই ছুটে এল ঝাঁকে ঝাঁকে গুলি, আসামি ছিনতাইয়ের জন্য পুলিশের উপর দুঃসাহসিক হামলা ...
আজকাল | ১৬ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আদালত থেকে ফেরার পথে আসামি ছিনতাইয়ের চেষ্টা দুষ্কৃতীদের। পুলিশকে লক্ষ্য করে চলল গুলি। আহত হয়েছেন দুই পুলিশকর্মী। বুধবার ঘটনাটি ঘটেছে গোয়ালপোখরের পাঞ্জিপাড়ার। হাসপাতালে ভর্তি দুই পুলিশকর্মী। ঘটনায় হতবাক সকলেই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার উত্তর দিনাজপুরের ইসলামপুর আদালতে জেল থেকে হাজির করানো হয়েছিল দুই আসামিকে। শুনানির পর তাদের আবার রায়গঞ্জ জেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। আসামি ও পুলিশ কর্মীদের নিয়ে পুলিশের গাড়ি যখন গোয়ালপোখরের পাঞ্জিপাড়ার কাছে পৌঁছয় তখন আচমকাই গাড়ি লক্ষ্য করে ছুটে আসতে থাকে গুলি। ঘটনার আকস্মিকতায় প্রাথমিকভাবে চমকে ওঠে পুলিশ। তারা পাল্টা প্রতিরোধ গড়ার জন্য তৈরি হয়। কিন্তু দেখা যায় তাদের দুই সহকর্মী নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য গুলিতে আহত হয়েছেন।
দ্রুত তাঁদের নিয়ে হাসপাতালের পথে রওনা হয় অন্য পুলিশকর্মীরা। যদিও কে বা কারা এই হামলা চালালো সেটা এখনও জানা যায়নি। জানা যায়নি আসামিরা ঘটনার সময় পালিয়ে যেতে পেরেছে কিনা। তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে।