• ডিভিসির ছাড়া জলে রাতারাতি ডুবে গিয়েছিল চাষের জমি, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াল প্রশাসন...
    আজকাল | ১৬ জানুয়ারি ২০২৫
  • মিল্টন সেন,হুগলি: আর নষ্ট হবেনা আলু গাছ। দুশ্চিন্তা কাটল। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াল প্রশাসন। এক রাতে ডুবে গিয়েছিল চাষের জমি। না জানিয়ে জল ছেড়েছিল ডিভিসি। ছাড়া জলে আলু গাছ ডুবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বিস্তীর্ণ এলাকার আলু চাষের। জমি বাঁচানোর ন্যূনতম সময়টুকুও পাননি কৃষকরা।

    ঘটনাটি ঘটেছিল ১০ জানুয়ারী পোলবার মহানাদ গ্রাম পঞ্চায়েতের মেঘসার মৌজা এলাকায়। ডিভিসি খালের বাঁধ ভেঙে প্লাবিত হয় বিস্তীর্ণ চাষের জমি। ব্যাপক ক্ষতির শঙ্কায় ঘুম উড়ে যায় কৃষকদের। বাধ্য হয়ে তাঁরা পঞ্চায়েত এবং ব্লক অফিসের দ্বারস্থ হন। ব্লক প্রশাসনের উদ্যোগে সঙ্গে সঙ্গেই বাঁধ বেঁধে জল আটকানোর ব্যাবস্থা করা হয়। একইসঙ্গে পাম্প বসিয়ে চাষের জমিতে জমে থাকা জল বের করার ব্যবস্থা করা হয়।

    তবু বেশ কিছুক্ষণ একটানা জল জমে থাকায় গাছের গোড়া পচে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। একেই ঋণ নিয়ে চাষ, সেই চাষের ব্যাপক ক্ষতিতে স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়ে। বুধবার কৃষকদের সেই আশঙ্কা দুর হল একপ্রকার। হাসি ফুটল তাঁদের মুখে। এদিন মহানাদ পঞ্চায়েত অফিস থেকে আলু গাছ বাঁচানোর জন্য ছত্রাক নাশক এবং অনুখাদ্য দেওয়া হয়। উপস্থিত ছিলেন পোলবা-দাদপুর বিডিও জগদীশ বাড়ুই। এদিন বিডিও বলেন, ‘হঠাৎ করে ডিভিসির ছাড়া জলে আলু চাষের জমি ডুবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছিলেন একাধিক কৃষক। চাষের জমিতে বসানো গাছ বাঁচানোর জন্য কৃষকদের সব রকমের সাহায্য করা হয়েছে। কিছু রাসায়নিক সারও দেওয়া হয়েছে। প্রশাসনের সাহায্য পেয়ে খুশি কৃষকরা। যে কৃষকরা এখনও আলু চাষের বীমা করেননি, ব্লক প্রশাসনের তরফে তাদের বীমার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।‘

    ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)