• কাজ থেকে ফেরার পথে খুন যুবক, রিষড়া কাণ্ডে ধোঁয়াশা কাটছে না কিছুতেই...
    আজকাল | ১৬ জানুয়ারি ২০২৫
  • মিল্টন সেন,হুগলি: ‘পরিকল্পনা করে মারা হয়েছে অভিষেককে’, ন্যায় বিচারের দাবিতে রাস্তায় ধর্নায় পরিবার। মঙ্গলবার ভর সন্ধেয় রিষড়া সন্ধ্যাবাজার এলাকার সুগলিপাড়ায় খুন করা হয় বছর ২২-এর অভিষেক পাশোয়ানকে। রাতেই ঘটনাস্থলে পৌঁছে ব্যারিকেড দিয়ে ঘটনাস্থল ঘিরে দেয় পুলিশ। শুরু হয় তদন্ত। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়। যুবকের পরিবার সূত্রে জানা গেছে, বিধানচন্দ্র কলেজের তৃতীয় বর্ষের ছাত্র অভিষেক। হাত খরচ চালানোর জন্য স্থানীয় রেশন দোকানে কাজ করতেন তিনি। এলাকায় ভাল ছেলে হিসেবেই পরিচিত। মঙ্গলবার সন্ধেয় রেশন দোকান থেকে ফেরার পথেই ঘটনা ঘটে।

    রাতেই অভিষেকের দিদি রিষড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। নির্দিষ্ট ধারায় মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু করেছে রিষড়া থানার পুলিশ। ঘটনায় দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ব্যাক্তিগত শত্রুতা অথবা প্রেমঘটিত কারনে খুন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা প্রসঙ্গ রিষড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোজ সাউ ঘটনা প্রসঙ্গে, ‘কাজ থেকে বাড়ি ফেরার সময় পিছন থেকে ছুরি মেরে খুন করা হয়েছে অভিষেককে। এলাকার অত্যন্ত ভালো ছেলে ছিল সে। পরিকল্পনা করেই তাকে খুন করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। ‘অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন কাউন্সিলার।
  • Link to this news (আজকাল)