• যে ডিগ্রি লেখেন, তা অর্জনই করেননি! আন্দোলনের মুখ আসফাকুল্লাকে নোটিস পাঠাল মেডিক্যাল কাউন্সিল 
    আজকাল | ১৬ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: আর জি কর আন্দোলনের সময় সামনের সারিতে উঠে এসেছিলেন। একগুচ্ছ বিষয়ে তোপ দেগেছিলেন সরকারকে। এবার চর্চায় তিনি নিজেই, তাও আবার অভিযোগ, নিজের ডিগ্রি ভাঁড়ানোর। অর্থাৎ তাঁর নামের নীচে যে ডিগ্রি লেখা, তা নাকি তিনি অর্জনই করেননি। ডা. আসফাকুল্লাকে সেই বিষয়েই এবার নোটিস পাঠাল ওয়েস্টবেঙ্গল মেডিক্যাল কাউন্সিল। সূত্রের খবর তেমনটাই। 

    ডিসেম্বর মাস নাগাদ একটি পোস্টার উঠে আসে জনসমক্ষে। হুগলির একটি হেলথ কেয়ার সেন্টারের পোস্টারে চিকিৎসক হিসেবে আসফাকুল্লা নাইয়ার নামের উপর লেখা নাক, কান, গলা বিশেষজ্ঞ। নীচে ডিগ্রির পাশে লেখা এমবিবিস(ক্যাল), এমএস (ইএনটি)। সেইসময় বিষয়টি নিয়ে জোর চর্চা হয়েছিল বিভিন্ন মহলে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনও তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনে। শুধু অভিযোগ নয়, অ্যাসোসিয়েশন প্রশ্ন তুলেছিল, ইএনটি প্রথম বর্ষের ট্রেনি পড়ুয়া কী করে নিজের নামের পাশে ডিগ্রি বসিয়ে, চিকিৎসা করছেন? এই বিষয়ে রাজ্যের মুখ্যসচিবকে চিঠিও দিয়েছিল। 

     তারপরেই সামনে এসেছে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের নোটিস। তাতে সাফ লেখা হয়েছে, মেডিক্যাল কাউন্সিলের কাছে অভিযোগ জমা পড়েছে, কোনও স্পেশালাইজেশন না থাকা সত্বেও ইএনটি সার্জন হিসেবে নিজের প্র্যাকটিস চালাচ্ছেন আসফাকুল্লা। সঙ্গেই জানানো হয়েছে, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের তথ্য, তিনি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে এমবিবিএস পাশ করেছেন ২০১৯ সালে। 

    ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিলের এটিকুয়েট অ্যান্ড এথিকস রেগুলেশন ২০২২ অনুযায়ী বিশেষ শাখায় পড়াশোনা করার সময়, অর্থাৎ ডিগ্রি সম্পন্ন না করার আগে ওই বিভাগের চিকিৎসক হিসেবে নিজেকে পরিচয় দিয়ে চিকিৎসা করতে পারেন না। নোটিসে তা উল্লেখ করে তাঁকে মেডিক্যাল কাউন্সিলে সাত দিনের মধ্যে উপস্থিত হতে বলা হয়েছে। যদিও এই বিষয়ে আসফাকুল্লাকে জিজ্ঞাসা করা হলে, তিনি জানিয়েছেন, তিনি এই ধরনের কোনও চিঠি পাননি।
  • Link to this news (আজকাল)