• ১১ কোটির গয়না সরিয়েছে বোসপুকুরের দম্পতি, ব্যাঙ্ককর্মীর হাতটান দেখে পুলিশও ভ্যাবাচ্যাকা...
    আজকাল | ১৬ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ২৭ টি গয়না। আনুমানিক মূল্য ১০ কোটি টাকা। ব্যাঙ্ককর্মীর এ হেন সম্পত্তি দেখে চোখ কপালে উঠল পুলিশকর্মীদের। গত ১০ জানুয়ারি পার্ক স্ট্রিট ইন্ডিয়ান ব্যাঙ্ক শাখার লকার ইন চার্জ মৌমিতা শি এবং তাঁর স্বামী মিঠুন শিকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাঁরা ব্যাঙ্কের লকার থেকে গ্রাহকদের সম্পত্তি হাতিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালাতে গিয়েই চোখ কপালে উঠল পুলিশের।

    এই অভিযোগের ভিত্তিতে কসবা থানা এলাকার বোসপুকুর রোডের একটি ফ্ল্যাটের দোতলায় মঙ্গলবার রাতে তল্লাশি চালায় কলকাতা পুলিশ। পুলিশের দেওয়া তথ্য অনুসারে উদ্ধার হওয়া চুরির মাল প্রায় ১১ কোটি টাকা মূল্যের। এই বিপুল তছরূপের ঘটনাতেই চমকে গিয়েছে পুলিশ।

    পুলিশের তালিকা অনুসারে ৪৬ গ্রামের ছটি সোনার কয়েন উদ্ধার হয়েছে যার আনুমানিক মূল্য প্রায় চার লক্ষ টাকা। হার, চুরি, কানের দুল, ব্রেসলেট ও নূপূর উদ্ধার হয়েছে যেখানে রয়েছে ৩৭০ গ্রাম সোনা যার আনুমানিক মূল্য প্রায় ২৮ লক্ষ টাকা। ১১টি ৭৩২ গ্রাম ওজনের সোনার বার উদ্ধার করা হয়েছে যার আনুমানিক মূল্য ৬৭ লক্ষ টাকা। এছাড়াও ২৭টি সোনা এবং হীরের গয়না উদ্ধার করেছে পুলিশ যার আনুমানিক মূল্য ১০ কোটি টাকা। সব মিলিয়ে ১১ কোটির বেশি টাকার চোরাই মাল উদ্ধার করেছে পুলিশ।
  • Link to this news (আজকাল)