ফের হাড়হিম ঘটনা শহরে, খাটের নীচে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ
আজকাল | ১৬ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ফের হাড়হিম ঘটনা খাস কলকাতায়। নিজের ঘরেই, খাটের নীচে উদ্ধার হল মহিলার দেহ। বুধবার সন্ধেয় ঘটনা প্রকাশ্যে আসার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঘটনাস্থল গল্ফগ্রিন থানার অদূরে রাজেন্দ্র প্রসাদ কলোনি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই মহিলার নিজের বাড়িতেই, খাটের নীচে উদ্ধার হয়েছে তাঁর রক্তাক্ত দেহ। দেহ উদ্ধারের পর, প্রাথমিক অনুমান, ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল তাঁকে। দেহে একাধিক জায়গায় ধারাল অস্ত্রের আঘাতের দাগ মিলেছে বলেও জানা গিয়েছে। যদিও কে এই খুনের সঙ্গে জড়িয়ে, কী কারণে এই খুন, তা জানা যায়নি এখনও। তদন্তের স্বার্থে পুলিশ অস্ত্রগুলির খোঁজ চালাচ্ছে।
পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া মহিলার বয়স ৩০। বুধবার সন্ধে ছ' টা নাগাদ তাঁর দেহ উদ্ধার হয়। এর আগে গত ১৩ ডিসেম্বর গ্ল্ফগ্রিন থানা এলাকায় এক মহিলার গলাকাটা দেহাংশ উদ্ধার হয়েছিল। ঘটনার একমাসের মাথায় প্রায় একই এলাকায় ফের উদ্ধার হল মহিলার দেহ।