ফের গল্ফগ্রিন, এবার খাটের নিচ থেকে উদ্ধার যুবতীর দেহ
আজ তক | ১৬ জানুয়ারি ২০২৫
গল্ফগ্রিনে যুবতীর রহস্যমৃত্যু। বাড়ির ভিতর থেকে দেহ উদ্ধার হয়। খাটের নিচে দেহটি পড়েছিল। গল্ফগ্রিনের রাজেন্দ্র নগর কলোনির এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই যুবতীর গলায় কাটা দাগ মিলছে। খুন নাকি অন্য কোনওভাবে যুবতীর মৃত্যু হয়েছে, তা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে।
গল্ফগ্রিন থানার কাছে একটি বাড়িতে মায়ের সঙ্গে থাকতেন বছর তিরিশের সেই যুবতী। জানা গিয়েছে, দুপুর থেকে মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না মা। তারপর তিনি দেখেন, খাটের তলা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। দেখা যায়, দেহ পড়ে রয়েছে সেখানে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
তবে কী কারণে যুবতীর মৃত্যু হল তা এখনও পরিষ্কার নয়। পুলিশ স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ঘটনাস্থলে পৌঁছেছে হোমিসাইড শাখা। সেখান থেকে নমুনা সংগ্রহ করার কাজ শুরু হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর মাসে গল্ফগ্রিনে একটি ময়লার স্তূপ থেকে মহিলার কাটা মুন্ডু উদ্ধার হয়েছিল। প্লাস্টিকে মোড়া অবস্থায় ছিল সেই মুন্ডু। সেই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল। পরে যদিও পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। সেই ঘটনার পর ফের সেই গল্ফগ্রিন থেকেই উদ্ধার হল দেহ।