• গুড়াপে শিশুকে ধর্ষণ–খুন মামলায় ৫২ দিনে রায়, দোষী সাব্যস্ত প্রতিবেশী
    দৈনিক স্টেটসম্যান | ১৬ জানুয়ারি ২০২৫
  • ৫২ দিনের মাথায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণ–খুনের মামলায় রায় ঘোষণা করল চুঁচুড়ার পকসো আদালত। হুগলির গুড়াপের এই ঘটনায় প্রতিবেশী প্রৌঢ়কে দোষী সাব্যস্ত করলেন বিচারক। আগামী ১৭ জানুয়ারি সাজা ঘোষণা করা হবে।

    উল্লেখ্য, গত বছরের ২৪ নভেম্বর সন্ধ্যায় বাড়ির সামনে খেলছিল পাঁচ বছরের একরত্তি শিশু। সেখান থেকেই সে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুজির পর প্রতিবেশী এক প্রৌঢ়ের বাড়ি থেকে ওই শিশুর দেহ উদ্ধার হয়। দেহটি কম্বল ও কাঠ দিয়ে চাপা দেওয়া ছিল। এরপর অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। পরে ওই প্রৌঢ়কে গ্রেপ্তার করে পুলিশ।

    গুড়াপের এই ঘটনায় গত ৯ ডিসেম্বর চার্জশিট জমা দিয়েছিল পুলিশ। ১১ ডিসেম্বর হয় চার্জ গঠন। এই ঘটনায় মোট ২৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। শেষ হয় বিচারপ্রক্রিয়া। বুধবার অভিযুক্ত ওই প্রৌঢ়কেই দোষী সাব্যস্ত করেন বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী।

    এদিন সরকারি আইনজীবী জানান, নতুন যে বিএনএস আইন এসেছে, তাতেই এত দ্রুত বিচারপর্ব শেষ হল। বিচারপর্ব শুরু হওয়ার পর বড়দিনের সময় সাত দিন ছুটি ছিল। না-হলে আরও আগেই মামলার নিষ্পত্তি হত। আইনজীবী আরও দাবি করেন, পুলিশের সঠিক তদন্তের ফলে এত দ্রুত রায় ঘোষণা সম্ভব হয়েছে। মাত্র ৫২ দিনের মাথার রায় ঘোষণা হওয়ায় খুশি নির্যাতিতার পরিবারের সদস্যরা। তাঁরা দোষীর ফাঁসির দাবি জানিয়েছেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)