ডিগ্রি ভাঁড়িয়ে চিকিৎসা! আর জি কর আন্দোলনের মুখ আসফাকুল্লাকে নোটিস মেডিক্যাল কাউন্সিলের
প্রতিদিন | ১৬ জানুয়ারি ২০২৫
অভিরূপ দাস: ডিগ্রি ভাঁড়িয়ে চিকিৎসা করে আরও ফ্যাসাদে আর জি কর আন্দোলনের মুখ ডা. আসফাকুল্লা নাইয়া। এবার ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের তরফ থেকে শোকজের চিঠি ধরানো হল তাঁকে। এই চিঠি পাওয়ার সাতদিনের মধ্যে ডা. আসফাকুল্লাকে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে হাজির হতে বলা হয়েছে।
সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের তরফে অভিযোগ করা হয় আসফাকুল্লার বিরুদ্ধে। কী সেই অভিযোগ? ‘এমএস’ না হয়েও নামের পাশে ভুয়ো ডিগ্রি বসিয়ে রোগী দেখেছেন তিনি। তদন্ত চেয়ে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি দিয়েছিল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন। রীতিমতো প্রমাণ দিয়ে জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন দেখায়, আর জি কর মেডিক্যাল কলেজে পঠনপাঠন চলাকালীন কীভাবে হুগলির কিউরেন্টার হেলথকেয়ার নামে একটি বেসরকারি হেলথ সেন্টারে চুটিয়ে প্র্যাকটিস করছেন ডা. আসফাকুল্লা নাইয়া। ২০২২ সালে ওই হেলথ সেন্টারের চিকিৎসক তালিকায় জ্বলজ্বল করছে ডা. নাইয়ার নাম। তলায় লেখা নাক-গান-গলা বিশেষজ্ঞ। এমবিবিএস (ক্যাল)-এমএস (ইএনটি)।