• কসবায় ব্যাঙ্ককর্মীর ফ্ল্যাটে ১০ কোটি টাকার হিরে, উদ্ধার প্রচুর সোনাও
    আজ তক | ১৬ জানুয়ারি ২০২৫
  • পার্কস্ট্রিটের এক ব্যাঙ্কের লকার থেকে খোয়া গিয়েছিল হিরে ও সোনার গয়না। সেই ঘটনার তদন্তে নেমে চক্ষু চড়কগাছ পুলিশের। কসবার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকার হিরের গয়না উদ্ধার করলেন তদন্তকারীরা। 

    ঘটনার তদন্তে নেমে ওই ব্যাঙ্কের কর্মী ও আরও একজনকে গ্রেফতার করে পুলিশষ। তাদের জেরা করা হয়। তদন্তকারীরা জানতে পারেন, কোথায় রাখা হয়েছে চুরি যাওয়া সব জিনিসপত্র। সেই মতো হানা দিয়ে কসবার বোসপুকুর রোডের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ১০ কোটি টাকার হিরের গয়না। এছাড়াও পাওয়া গিয়েছে ২৮ লাখ টাকার সোনার গয়না, সোনার বার ও স্বর্ণমুদ্রা। 

    লকার থেকে গয়না গায়েব হয়ে যাওয়ার ঘটনায় গ্রেফতার হওয়া মহিলার নাম মৌমিতা শী। তারপর গ্রেফতার করা হয় মিঠুন শী নামে আর একজনকে। দুই জন এখন পুলিশি হেফাজতে। মৌমিতার দাবি, তাঁর মতো মিঠুনও একজন ব্যঙ্ককর্মী। 

    কসবায় উদ্ধার হওয়া গয়নার মধ্যে রয়েছে ব্রেসলেট, নেকলেস, চুড়ি, দুল, আংটি। যার বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা। এছাড়াও মিলেছে ১০টি সোনার গয়না পাওয়া যায়। আনুমানিক দাম ২৭.২৭ লক্ষ টাকা। ১১টি সোনার বার উদ্ধার হয়। মিলেছে ৬টি সোনার কয়েনও। পুলিশ জানিয়েছে,  সবমিলিয়ে বাজেয়াপ্ত হওয়া হিরে, সোনার মূল্য ১০ কোটি ৯৭ লক্ষ ৬৭ হাজার টাকা।

    প্রসঙ্গত, গত বছর ১৪ ডিসেম্বর পার্ক স্ট্রিট থানায় এক মহিলা অভিযোগপত্রে জানান, ব্যাঙ্কের লকার থেকে তাঁর অনেক সোনাদানা চুরি হয়েছে। তারই তদন্তে নামে পুলিশ।  
     

     
  • Link to this news (আজ তক)