• অস্ত্র খুঁজতে স্নিফার ডগ
    বর্তমান | ১৬ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর:‌ হরিশ্চন্দ্রপুরের কুশলপুরে বৃদ্ধ হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য বুধবার স্নিফার ডগ দিয়ে তল্লাশি হল। বৃদ্ধের বাড়ি, গলি, বাড়ির পিছনে ভুট্টা ও সর্ষে জমি সহ প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে  তল্লাশি চলে। তবে কোনও অস্ত্র উদ্ধার হয়নি। শুক্রবার গভীর রাতে বাড়ির বারান্দায় খুন হন জসিমুদ্দিন আহমেদ। গুরুতর জখম অবস্থায় মালদহ মেডিক্যালে চিকিৎসাধীন স্ত্রী সাহেনা বিবি। ঘটনার দুই দিন পর সোমবার চাঁচলের সিহিপুর থেকে গ্রেপ্তার হয় জামাই মোজাম্মেল হক। সেদিন বিকেলে তাকে ঘটনাস্থলে নিয়ে আসা হয় অস্ত্র উদ্ধারের জন্য। সেদিনও খালি হাতে ফিরতে হয়েছিল পুলিসকে। ঘটনার ছয়দিন পর বুধবার মুর্শিদাবাদ থেকে নিয়ে আসা হয় স্নিফার ডগ। বৃদ্ধের বাড়ি থেকে গোলারমোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় তল্লাশি চালানো হয়। উপস্থিত ছিলেন চাঁচল মহকুমা পুলিস আধিকারিক সোমনাথ সাহা ও হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার সহ অন্য আধিকারিকরা। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হলেও অস্ত্র উদ্ধার হয়নি।
  • Link to this news (বর্তমান)