• কুড়িয়ে পাওয়া টাকা ভর্তি পার্স ফেরত ট্র্যাফিক কনস্টেবলের
    এই সময় | ১৬ জানুয়ারি ২০২৫
  • এই সময়, শিলিগুড়ি: পাওনা টাকা আদায় করতে শিলিগুড়িতে এসেছিলেন। সেই টাকা পেয়েও যান। ফেরার জন্য দার্জিলিং মোড়ে মিরিকের জিপ ধরতে টোটোয় চড়েছিলেন। কিন্তু টোটো থেকে নেমে দেখেন টাকা–সহ পার্স উধাও। পার্স হারিয়ে বুধবার দুপুরে মিরিকের কুমার ছেত্রীর মাথায় যেন বাজ ভেঙে পড়েছিল।

    কোথায় পার্স পড়ে গেল, নাকি পকেটমার হল, এই সব ভাবতে ভাবতে গোটা শহর চষে বেড়াচ্ছিলেন কুমার। পার্স ফিরে পাওয়ার আশা যখন একপ্রকার ছেড়েই দিয়েছিলেন, তখনই এক ফোনে ঘাম দিয়ে যেন জ্বর ছাড়ল তাঁর। সৌজন্যে শিলিগুড়ি ট্র্যাফিক পুলিশের এক কনস্টেবল।

    কুমারকে ফোন করে কনস্টেবল বলেন, ‘আপনার পার্স আমার জিম্মায়। এসে নিয়ে যান।’ দার্জিলিং মোড়ে কয়েক হাজার লোকের ভিড়ে ‘দেবদূত’ অশোক সরকার নামে ওই ট্র্যাফিক কনস্টেবলকে খুঁজে নিতে সময় বেশি সময় লাগেনি মিরিকের বাসিন্দার। কনস্টেবলের হাত থেকে পার্স নিয়ে কুমার দেখেন, সেখানে নগদ সাড়ে ১১ হাজার টাকা অক্ষত আছে। এছাড়াও ভোটার কার্ড, আধার কার্ড–সহ টুকিটাকি সব জিনিসই রয়েছে।

    কুমার বলেন, ‘আমি ভাবতেও যে হারিয়ে যাওয়া পার্স ফেরত পাব। যে টাকা আদায় করেছিলাম, সেটা কী ভাবে আবার আয় করব তা ভেবে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। ট্র্যাফিক পুলিশকে ধন্যবাদ।’ অশোক অবশ্য এটিকে কোনও বড় ঘটনা বলে মানতে চাননি। তিনি বলেন, ‘দার্জিলিং মোড়ে এত ভিড় যে প্রায়ই লোকের মোবাইল, পার্স হারিয়ে যায়। আগেও আমরা অনেকবার ফিরিয়ে দিয়েছি। এটুকু না-করতে পারলে লোকে পুলিশকে ভরসা করবে কেন?’

  • Link to this news (এই সময়)