• কুম্ভ মেলায় গিয়ে হৃদরোগে মৃত মালদার প্রৌঢ়
    এই সময় | ১৬ জানুয়ারি ২০২৫
  • এই সময়, মালদা: কুম্ভ মেলায় গিয়ে প্রাণ হারালেন মালদা মেডিক্যাল কলেজের এক নিরাপত্তা রক্ষী। তাঁর নাম অসিত ঘোষ (৫৩)। ১৩ জানুয়ারি উত্তর প্রদেশের প্রয়াগরাজে কুম্ভ মেলায় যোগ দিতে গিয়েছিলেন মালদার ইংরেজবাজার পুরসভার মহেশমাটি এলাকার এই বাসিন্দা। ১৪ জানুয়ারি সন্ধ্যায় তিনি মেলার মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন। তাঁকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়েই পরিবারের লোকেরা উত্তর প্রদেশ যান। বুধবার বিকেলে অসিতের কফিনবন্দি দেহ বাড়িতে এসে পৌঁছায়।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদা মেডিক্যাল কলেজের এই নিরাপত্তা রক্ষীর পরিবারে স্ত্রী এবং দুই ছেলে রয়েছে। বড় ছেলে অভিজিৎ ঘোষ মেডিক্যাল রিপ্রেসেন্টেটিভ। ছোট ছেলে অভয় কলেজে পড়ছে। স্ত্রী গায়ত্রী ঘোষ বলেন, ‘প্রতি বছর বিভিন্ন তীর্থস্থান ঘুরে বেড়ানোর অদ্ভুত শখ ছিল ওঁর। এবারে কুম্ভ মেলার ১৪৪ বছর পর এক বিশেষ তিথি তৈরি হয়েছে বলে সেখানে যাওয়ার জন্য জেদ ধরেছিল। আমরা বারণ করিনি। গতকাল এক অচেনা নম্বর থেকে ফোন করে স্বামীর মৃত্যুর খবর জানানো হয়।’

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মহাকুম্ভ মেলায় একটি তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন অসিত। সেখানে এই রাজ্যেরই এক বাঙালি পরিবারের সঙ্গে পরিচয় হয়েছিল। গতকাল সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে যখন শ্বাসকষ্ট শুরু হয় তাঁর, তখন সেই বাঙালি পর্যটকের পরিবারই স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নিকটবর্তী হাসপাতালে অসিতকে ভর্তি করেন। কিন্তু হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর।

  • Link to this news (এই সময়)