• বনসল ‘স্যরের’ প্রশ্নপত্রে পাশ করতেই নাজেহাল বঙ্গ-বিজেপি
    এই সময় | ১৬ জানুয়ারি ২০২৫
  • এই সময়: একে সিলেবাসের চাপ, তায় দরজায় কড়া নাড়ছে পরীক্ষা। সুনীল বনসল ‘স্যর’ নিজে আসছেন‍ পরীক্ষা নিতে। অথচ ‘পরীক্ষার্থীদের’ প্রস্তুতির ছিটেফোঁটাও হয়নি। কোনওমতে পাশ মার্কস জোটাতে নাস্তানাবুদ বঙ্গ–বিজেপি নেতৃত্ব।

    ২০১৯–এর লোকসভা ভোটের আগে মুকুল রায় বিজেপি–তে যোগ দিয়ে দলের শীর্ষ নেতাদের অঙ্ক কষে বুঝিয়েছিলেন, বুথস্তরে সংগঠন তৈরি করতে না–পারলে বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করা অসম্ভব। মুকুল আর বিজেপি–তে নেই। কিন্তু তাঁর দিয়ে যাওয়া সেই ‘আইডিয়া’ এখনও বাস্তবায়িত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে‍ন বিজেপি নেতৃত্ব। তাই আগামী ২০ জানুয়ারি পরীক্ষায় বসতে হবে বঙ্গ–বিজেপির সাংগঠনিক নেতাদের। পরীক্ষা নেবেন দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল।

    বাংলায় ৯০ হাজারের কাছাকাছি বুথ রয়েছে। বিজেপির লক্ষ্য, দ্রুত প্রতিটি বুথ এলাকায় সাংগঠনিক কমিটি তৈরি করা। যাতে ২০২৬–এর বিধানসভা ভোটের আগে নিচুতলায় দলের সংগঠন মজবুত হয়। এই কমিটিগুলির তৈরির জন্য রাজ্য বিজেপি নেতাদের হাতে ১৯ জানুয়ারি পর্যন্ত সময় রয়েছে। বনসল নির্দেশ দিয়েছেন, তার মধ্যে রাজ্যের প্রতিটি বুথে বিজেপি–কে কমিটি গড়ে ফেলতে হবে। পরের দিন, অর্থাৎ ২০ তারিখ তিনি কলকাতায় এসে পরীক্ষা নেবেন। কোন জেলায় কতগুলি বুথ কমিটি তৈরি করা গেল, তার হিসেব কড়ায়–গণ্ডায় বুঝে নেবেন।

    এখন প্রশ্ন হলো, বনসল–পরীক্ষায় বসার আগে বঙ্গ–বিজেপির প্রস্তুতি কেমন? সূত্রের খবর, সদস্য সংগ্রহ অভিযানে টেনেটুনে পাশ করলেও বুথ কমিটি গড়ার পরীক্ষায় তাদের ফেল করার সম্ভাব‍নাই প্রবল। দলের অন্দরের পরিসংখ্যান বলছে, ১৯ তারিখের মধ্যে ৯০ হাজার তো দূর অস্ত, হাজার কুড়ি বুথেও বিজেপি–র কমিটি তৈরি হবে কি না, তা নিয়ে ঘোর সংশয় রয়েছে। দলের এক বর্ষীয়ান নেতার কথায়, ‘মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাগুলির একটি বুথেও আমরা কমিটি তৈরি করতে পারব বলে মনে হচ্ছে না। রাজ্যের হাজার পঁচিশের বেশি বুথে কমিটি গড়ার মতো সাংগঠনিক শক্তি আমাদের নেই।’

    তা হলে উপায়? রাজ্য বিজেপির একাংশের দাবি, বনসলের ধমক থেকে বাঁচতে তে‍লে জল মেশানোই একমাত্র রাস্তা। না হলে চোখ–কান বুজে নিঃশব্দে হজম করতে হবে যাবতীয় ভর্ৎসনা। উত্তর ২৪ পরগনা জেলার এক বিজেপি নেতার কথায়, ‘১৯ তারিখের মধ্যে রাজ্যের সব বুথে কমিটি গড়তে হলে একটাই রাস্তা — ভোটার লিস্ট থেকে যার–তার নাম নিয়ে কমিটি তৈরি করে ফেলা! আর কোনও পথ খো‍লা ‍নেই।’

    অতএব পরীক্ষায় বসতেই হচ্ছে। প্রশ্ন একটাই, পাশ করার রাস্তা কী ভাবে খুঁজবে বঙ্গ–বিজেপি?

  • Link to this news (এই সময়)