পশ্চিমী ঝঞ্ঝা সরতেই ফের উত্তুরে হাওয়ার দাপট। আর সেই হাওয়ার হাত ধরেই ফিরল শীতের আমেজ। তাপমাত্রাও নামল এক ধাপ। ১৫ ডিগ্রি থেকে তাপমাত্রা কমে ১৪ ডিগ্রির ঘরে পৌঁছল।
এ বার প্রথম থেকেই শীতের ফাঁড়া পশ্চিমী ঝঞ্ঝা। একটু ঠান্ডা হাওয়া বইতেই পশ্চিমী ঝঞ্ঝার ঝনঝনানি শুরু। তাতেই ভয়ে গুটিসুটি মেরে শীতঘুমে শীত। এমনকী মকর সংক্রান্তিতেও শীত টের পাওয়া যায়নি।
কাঁপুনি ছাড়াই মকর-স্নান করেছেন সকলে। তবে বুধবার রাত থেকে ফের উত্তুরে হাওয়া বইছে। তাতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা নেমেছে। শনিবারের পর তাপমাত্রা আরও কিছুটা নামার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। জাঁকিয়ে শীত না পড়লেও শনিবার থেকে শীতের আমেজ পাবে বঙ্গবাসী।
তবে আবারও নতুন করে রবিবার উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা তৈরির আশঙ্কা রয়েছে। তাতেই মঙ্গলবার থেকে ফের তাপমাত্রা বাড়বে। আপাতত দক্ষিণবঙ্গের সব জেলাতেই সামান্য হলেও তাপমাত্রা নামবে।
কুয়াশার সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। কলকাতা-সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে বিশেষ সতর্কতা রয়েছে।
বেশিরভাগ জেলায় দৃশ্যমানতা ২০০ মিটারে নীচে থাকবে। বৃহস্পতিবার সারাদিনই কনকনে ঠান্ডা হাওয়া বইবে কলকাতায়। রাতের পাশাপাশি দিনের পারদও নামার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস থেকে নেমে ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে।
এ দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর-পশ্চিমের সমতলে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশে। তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফ্ফরাবাদ ও হিমাচল প্রদেশে। উত্তরপ্রদেশের বেশিরভাগ জায়গায় ঘন কুয়াশার দাপট থাকবে।