এই সময়: কলকাতা পুলিশের সন্দেহ থেকে নিজেকে আড়াল করতে দামি গাড়ি ছেড়ে লোকাল ট্রেনে যাতায়াত শুরু করেছিলেন। কিন্তু শেষরক্ষা হলো না। বিশেষ সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে মুম্বইয়ের বান্দ্রায় হিরের বাজারে একটি দোকানে অভিযান চালিয়ে হিরে ব্যবসায়ী ভরত সাউকে গ্রেপ্তার করল চেতলা থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া ৫০ লক্ষ টাকার হিরে। পুলিশের দাবি, অফিসের ভিতরে গদি আঁটা চেয়ারে সাজানো একটি ছোট চেম্বারে ছিল বিপুল মূল্যবান হিরে।
মাসখানেক আগে চেতলার রাজা সন্তোষ রায় রোডের একটি ফ্ল্যাট থেকে চুরি যায় কোটি টাকার সোনা ও হিরের গয়না। তদন্ত শুরু করে ওই বাড়ির শিশুকে দেখভালের দায়িত্বে থাকা ঝুমা দাসকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে উঠে আসে, ঝুমা দীর্ঘদিন ধরে ছক কষে লকার থেকে গয়না চুরি করে টিফিনবক্সে ভরে পাচার করতেন। চুরির সন্দেহ এড়াতে নকল গয়না তৈরি করিয়ে লকারে রেখে দিতেন। সম্প্রতি বিষয়টি নজরে আসে বাড়ির মালিকের।
এর পরেই তিনি পুলিশের দ্বারস্থ হন। চেতলা থানার পুলিশের টিম একাধিক জায়গায় অভিযান চালায় এবং ঝুমা-সহ মোট ১১ জনকে গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে কয়েক জন স্বর্ণব্যবসায়ীও রয়েছেন। তাঁদের জেরা করেই ভরতের নাম জানতে পারে পুলিশ। ভরতের কাছে চোরাই হিরে ৫০ লক্ষ টাকায় বিক্রি করা হয়েছিল। তাঁর কাছে যাঁরা হিরে বিক্রি করেছিলেন, তাঁদের গ্রেপ্তারির খবর পেয়েই ফ্ল্যাট ছেড়ে এক আত্মীয়ের বাড়িতে থাকা শুরু করেছিলেন ভরত। গাড়ির বদলে ট্রেনে চেপেই যেতেন দোকানে।