দার্জিলিংয়ে ঘুরতে গিয়ে ফের মৃত্যু বাঙালি পর্যটকের, তিন মাসে এই ঘটনা ছ’বার ...
আজকাল | ১৬ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে ফের মৃত্যু বাঙালি পর্যটকের। পূর্ব বর্ধমান থেকে দার্জিলিংয়ে ঘুরতে এসেছিলেন রাজনারায়ণ দে (৫৫)।পুলিশ সূত্রে খবর, পূর্ব বর্ধমান থেকে ৮ জনের একটি দল গত মঙ্গলবার কালিম্পংয়ে ভ্রমণে আসে। এরপর সেইদিনই কালিম্পং থেকে সিটং পৌঁছন তাঁরা। উঠেছিলেন একটি হোম স্টে–তে। সেই দলেরই সদস্য রাজনারায়ণ দে’র হঠাৎ শারীরিক অস্বস্তি শুরু হয়। পরবর্তীতে ফের স্বাভাবিক অবস্থায় ফেরেন তিনি। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন দলের সবাই। বুধবার ভোরে সূর্যোদয়ের সময় কাঞ্চনজঙ্ঘা দেখতে যাওয়ার আগেই ফের তিনি অসুস্থ হয়ে পড়েন। সংজ্ঞাহীন হয়ে যান। ক্রমশ তাঁর অবস্থার অবনতি হতে থাকলে তাঁর সঙ্গীরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় রাম্ভী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তবে শেষ রক্ষা হয়নি। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহ আপাতত ময়নাতদন্তের জন্য কালিম্পং জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে অনুমান পুলিশের।
প্রসঙ্গত, গত তিন মাসে মোট ৬ জন পর্যটক প্রাণ হারিয়েছেন পাহাড়ে ঘুরতে এসে। এরপরই জিটিএ–র স্বাস্থ্যবিধি জারি করা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে কালিম্পং জেলা প্রশাসন। বৃহস্পতিবার ময়নাতদন্তের পর পর্যটকের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।