আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমি ঝঞ্ঝার জেরে বাংলায় গায়েব কনকনে ঠান্ডার আমেজ। জানুয়ারির মাঝামাঝি সময়ে ভরপুর শীতের আমেজ পুরোপুরি উধাও। সকাল, সন্ধেয় মনোরম আবহাওয়া। যদিও কয়েকটি জেলায় কুয়াশার দাপটে কমেছে দৃশ্যমানতা। পশ্চিমি ঝঞ্ঝা দূরে গেলেই শীতের ঝোড়ো ব্যাটিং ফের শুরু হতে পারে।
আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের সব জেলায় তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না। আগামী সাতদিন সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আজ দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দৃশ্যমানতা ৫০ মিটারে নামতে পারে। আগামী পাঁচদিন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। বৃষ্টির পূর্বাভাস নেই কোনও জেলাতেই।