• ২৪ ঘণ্টার মধ্যেই গল্ফগ্রিনে মহিলা খুনের কিনারা, ধৃত ভাইপো
    আজকাল | ১৬ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ২৪ ঘণ্টার মধ্যে গল্ফগ্রিনে মহিলা খুনের কিনারা করল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে মহিলার ভাইপোকে। পুলিশের জেরায় অভিযুক্ত দাবি করেছে, টাকা ধার চেয়েও না পাওয়ায় এই কাণ্ড ঘটিয়েছে সে।

    প্রসঙ্গত, বুধবার সন্ধেয় গল্ফগ্রিন থানার অদূরে রাজেন্দ্র প্রসাদ কলোনির একটি বাড়ি থেকে উদ্ধার হয় ওই মহিলার দেহ। নিজের বাড়িতেই খাটের নীচ থেকে উদ্ধার হয় মহিলার রক্তাক্ত দেহ। দেহে একাধিক জায়গায় ধারালো অস্ত্রের দাগ ছিল বলে জানায় পুলিশ। এরপরই তদন্ত শুরু করে পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

    পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার বয়স আনুমানিক ৪০। বুধবার সন্ধে ছ’‌টা নাগাদ তাঁর দেহ উদ্ধার হয়। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই সেই খুনের কিনারা করে ফেলল পুলিশ। 

    বুধবার রাতেই মৃতার ভাইপোকে গ্রেপ্তার করা হয়। বয়স ৩৮–এর যুবক হরিদেবপুরের ঢালিপাড়ার বাসিন্দা। রাতভর জেরার মুখে খুনের কথা স্বীকার করে নেয় সে। 

    পুলিশ সূত্রে খবর, ঋণ মেটাতে পিসির কাছে ১০ হাজার টাকা ধার চেয়েছিল ভাইপো। কিন্তু টাকা দিতে চাননি ওই মহিলা। তখনই তাঁকে মারধর করতে শুরু করে অভিযুক্ত। নিজেকে বাঁচাতে রান্নাঘর থেকে ছুরি হাতে তুলে নেন ওই মহিলা। পাল্টা ছুরি ছিনিয়ে নিয়ে মহিলাকে বারবার কোপ মারে অভিযুক্ত। ঘরের মাটিতে লুটিয়ে পড়েন মহিলা। মৃত্যু নিশ্চিত করতে শেষে শ্বাসরোধ করে খুন করে অভিযুক্ত। বৃহস্পতিবার অভিযুক্তকে আদালতে তোলা হবে। 

    প্রসঙ্গত, রাজেন্দ্রপ্রসাদ কলোনি এলাকায় থাকতেন মা ও মেয়ে। ওই মহিলা একটি শপিং মলের একটি দোকানে কাজ করতেন। বুধবার সন্ধেয় বাড়িতে ফিরে খাটের তলায় মেয়ের রক্তাক্ত দেখতে পান মা। তারপরই পুলিশে খবর দেওয়া হয়। 
  • Link to this news (আজকাল)