আরও ২-৩ ডিগ্রি কমবে তাপমাত্রা, কলকাতায় এবার জাঁকিয়ে শীত; কবে থেকে?
আজ তক | ১৬ জানুয়ারি ২০২৫
পৌষ পেরিয়ে মাঘে পড়ল, এখনও দেখা নেই জাঁকিয়ে শীতের। পথের কাঁটা পশ্চিমি ঝঞ্ঝা। হাড় কাঁপানো শীতের বদলে লাগাতার বাড়ছে তাপমাত্রা। গত দু'দিনে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা একটু বেশি আছে। তবে সপ্তাহান্তে মাঘের শীতের টের পাওয়া যেতে পারে বলে আবহাওয়া অফিসের পূর্বাভাস।
এমনকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তীব্র শীত এখনও নেই। আজ পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪-২৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ নামতে পারে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। তবে দক্ষিণের জেলাগুলিতে কুয়াশার দাপট থাকবে। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলাগুলিতে ঘন কুয়াশাচ্ছন্ন থাকবে। আপাতত দক্ষিণের কোনও জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
তবে উত্তরের জেলাগুলিতে হাড়কাঁপানো ঠান্ডা রয়েছে। তবুও পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতের ব্যাটিং খানিকটা থিতু। উত্তরের জেলাগুলিতে পারদ ঊর্ধ্বমুখী। পারদ ওঠানামায় শীতের মাঝে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তবে আজ ও কাল ঘন কুয়াশার দাপট থাকবে কালিম্পং, আলিপুরদুয়ার ও মালদায়। ফলে দৃশ্যমানতার সমস্যা হতে পারে। সিকিম এবং অধীনস্ত জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। হিমালয় পশ্চিমবঙ্গে দু-এক জায়গায় অগভীর থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। মালদা, কালিম্পং, আলিপুরদুয়ার জেলার উপর ঘন কুয়াশার সতর্কতা রয়েছে।
আজ কলকাতার তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ২৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী কয়েক দিনে কিছুটা ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।