• ডিমের খোসা মনের মতো ছাড়ানো হয়নি, ICDS সহায়িকার মুখে খাবার ছুড়লেন অভিভাবক
    এই সময় | ১৬ জানুয়ারি ২০২৫
  • মনের মতো করে ছাড়ানো হয়নি সেদ্ধ ডিম। রাগে মিড ডে মিলের সহায়িকার মুখে গরম খিচুড়ি এবং ডিম সেদ্ধ ছুড়ে মারার অভিযোগ উঠল এক অভিভাবকের বিরুদ্ধে। গত সোমবার ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের ১ নম্বর শান্তিগড় কলোনি স্পোর্টিং ক্লাবে চলা আইসিডিএস সেন্টারে। সহায়িকা মিঠু বিবির কানে ঢুকে যায় গরম খাবার। গুরুতর অসুস্থ অবস্থায় তিনি ভর্তি ছিলেন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। বৃহস্পতিবারই হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। 

    স্থানীয়দের দাবি, এই সেন্টারটি দক্ষতার সঙ্গে চালান অঙ্গনওয়াড়ি কর্মী পৃথা গোস্বামী এবং সহায়িকা মিঠু বিবি। তবে অভিযুক্ত অভিভাবক মিলন চক্রবর্তী মাঝেমধ্যেই রান্নার বিষয় নিয়ে অভিযোগ তুলতেন। সোমবার সেদ্ধ ডিম ছাড়ানো নিয়ে ফের তিনি মিঠু বিবির সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। তাঁকে কাঁচা ডিম দেওয়ার দাবি করেছিলেন মিলন নামে ওই ব্যক্তি। কিন্তু তাতে রাজি হননি মিঠু। পরিবর্তে তিনি জানান, খোসা না ছাড়িয়েই তাঁকে সেদ্ধ ডিম দেওয়া হবে। 

    অভিযোগ, তাতে রাজি না হলে ক্ষুব্ধ মিলন গরম খাবার ছুড়ে মেরেছিল মিঠু বিবির মুখে। গত দু’দিন হাসপাতালে চিকিৎসা করিয়ে বৃহস্পতিবার বাড়ি ফিরেছেন মিছু। তিনি এ দিন শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করতে চলেছেন বলে জানান। মিড ডে মিলের কর্মী সহায়িকাদের সংগঠনের তরফে জানানো হয়, এই ঘটনা প্রসঙ্গে প্রশাসনের উচ্চ স্তরে অভিযোগ জানানো হবে। ঘটনায় অভিযুক্তের কড়া শাস্তির দাবিও করা হয়েছে। অভিযুক্ত মিলন অবশ্য দাবি করেছেন, ‘আমি সময়ে যাওয়া সত্ত্বেও পর্যাপ্ত খিচুড়ি এবং ভালো মানের ডিম পাইনি। তা নিয়েই বিবাদ হয়েছিল।’ খাবার ছুড়ে ফেলা নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি।

  • Link to this news (এই সময়)