বাঘাযতীন এলাকার বহুতল হেলে পড়ার ঘটনায় অভিযুক্ত প্রোমোটারকে গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার বকখালির এক হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বহুতল হেলে পড়ার পরেই নির্মাণ সংস্থার মালিক-সহ প্রোমোটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
বাঘাযতীন এলাকায় কলকাতা পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর কলোনির একটি বহুতল মঙ্গলবার আচমকাই হেলে পড়ে। মাটি পরীক্ষা না করে হাইড্রোলিক জ্যাকের কাজ করা হচ্ছিল বলে অভিযোগ। অভিযুক্তরা পুরসভাকে না জানিয়েই বাড়ি নির্মাণ করেছিল বলেও অভিযোগ উঠেছে। ইতিমধ্যে বহুতলটি ভাঙার কাজ শুরু হয়েছে। কলকাতা পুরসভার পক্ষ থেকে ইতিমধ্যে নেতাজি নগর থানায় ৭টি ধারায় মামলা রুজু হয়েছে। যার মধ্যে ৪টি কেএমসি অ্যাক্ট এবং তিনটি মামলা ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী।
মঙ্গলবার বিকেল থেকেই বাড়ি ভাঙার কাজ শুরু করে দেওয়া হয়। যে এলাকায় বহুতলটি ভেঙে পড়ে সেটি খুবই ঘিঞ্জি এলাকা। আশেপাশের বহুতল ফাঁকা করে বহুতলটি ভাঙার কাজ চলছে।
বৃহস্পতিবার গিয়েছিলেন যেতে পারেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বাড়ি হেলে পড়ার ঘটনায় ইতিমধ্যেই পূর্বতন বামফ্রন্ট সরকারের উপর দোষ চাপিয়েছেন ফিরহাদ। তাঁর কথায়, ‘বাম আমলের পাপ আমরা বহন করে চলেছি। সেই সময়ে কোনও আবাসন নির্মাণের উপযুক্ত প্ল্যানিং ছিল না। বেআইনি ভাবে সব বাড়ি বাড়ি নির্মাণ করা হয়। আমরা তো বাসিন্দাদের বাড়ি থেকে বের করে দিতে পারি না।’