• RMO থেকে PGT, গুরুতর অভিযোগ, মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুতে ১২ জনকে সাসপেন্ড
    এই সময় | ১৬ জানুয়ারি ২০২৫
  • মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনায় চিকিৎসকরা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি, জানাল রাজ্য। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্য স্বাস্থ্য দপ্তর ও সিআইডির জোড়া তদন্তে গাফিলতির কথা উঠে এসেছে। এরপরেই মেদিনীপুর মেডিক্যালের ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করার সিদ্ধান্তের কথা জানান তিনি। 

    মুখ্যমন্ত্রী জানান, মেদিনীপুর মেডিক্যাল কলেজের সুপার-সহ মোট ১২ জনকে সাসপেন্ড করা হয়েছে। এই চিকিৎসকরা হলেন, সৌমেন দাস (আরএমও, মেদিনীপুর মেডিক্যাল কলেজ), দিলীপ কুমার পাল (সহকারী অধ্যাপক), হিমাদ্রি নায়েক(সহকারী অধ্যাপক), মহম্মদ আলাউদ্দিন (প্রসূতি বিভাগের প্রধান), জয়ন্ত কুমার রাউত (এমএসভিপি), পল্লবী বন্দ্যোপাধ্যায় (সিনিয়র রেসিডেন্ট), মৌমিতা মণ্ডল (পিজিটি), ভাগ্যশ্রী কুণ্ডু (পিজিটি, তৃতীয় বর্ষ), সুশান্ত মণ্ডল (পিজিটি, প্রথম বর্ষ), পূজা সাহা (পিজিটি, প্রথম বর্ষ), মণীষ কুমার (পিজিটি, প্রথম বর্ষ), জাগৃতি ঘোষ (পিজিটি) এই ১২ জনকে সাসপেন্ড করা হলো।’

    মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন, ‘দায়িত্ব সঠিক ভাবে পালন করা হয়নি। দায়িত্ব পালন করা হলে ওই মাকে বাঁচানো সম্ভব হতো।’  চিকিৎসক দিলীপ কুমারের বিরুদ্ধে ওই দিনে অন্যত্র চিকিৎসা করার মতো গুরুতর অভিযোগ রয়েছে। 

    রাজ্যের মুখ্যসচিব এ দিন বলেন, ‘সিআইডি এবং স্বাস্থ্য দপ্তরের তদন্তে জানা গিয়েছে এই ঘটনায় চিকিৎসকদের গাফিলতি রয়েছে। যে আরএমও ডিউটিতে ছিলেন তিনি নিজে কোনও অপারেশন করেননি। যখন সার্জারিতে ডাকা হয়েছিল সেই সময়ে একটিবার মাত্র সার্জেন সৌমেন দাস একজনকে দেখে সেখান থেকে চলে যান।’ 

    মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন স্পষ্ট বলেন, ‘যে কোনও সরকারি চিকিৎসককে ৮ ঘণ্টা সরকারি হাসপাতালে ডিউটি করতে হবে। একজন একই সময়ে সরকারি এবং বেসরকারি হাসপাতালে ডিউটি করবেন এটা হয় না।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ‘সমস্ত সরকারি হাসপাতালে অপারেশন থিয়েটারের গেটের সামনে সিসিটিভি লাগাতে হবে। কেউ বারণ করলে বলব প্লিজ অন্য জায়গায় যোগ দিন। আপনার ভুলের জন্য জীবন হারিয়ে যেতে দিতে পারি না।’

    উল্লেখ্য, মৃত প্রসূতি মামনি রুইদাসের পরিবারকে ৫ লক্ষের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপাশি পরিবারের কেউ চাকরি করতে চাইলে সেই ব্যবস্থাও করা হবে বলে বলে জানান মুখ্যমন্ত্রী। 

  • Link to this news (এই সময়)