গাইঘাটার কিশোরী নৃত্যশিল্পীর অস্বাভাবিক মৃত্যুতে দুই যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম সুমন্ত বিশ্বাস ও রকি দাস ওরফে বিট্টু। এখনও বেশ কয়েকজন পলাতক বলে জানা গিয়েছে।
মঙ্গলবার উত্তর ২৪ পরগনার গাইঘাটার এক উদীয়মান নৃত্যশিল্পী কিশোরীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঘর থেকে। কিশোরীর পরিবারের পক্ষ থেকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের হয় গাইঘাটা থানায়। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, সম্পর্কের টানাপড়েনের জেরেই আত্মঘাতী হয় ওই কিশোরী। ধৃতদের একজনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল বলেও জানা গিয়েছে।
ছোট থেকেই নাচের প্রতি আগ্রহ ছিল কিশোরীর। বাংলা টেলিভিশন চ্যানেলের একটি রিয়েলিটি শোয়ে অংশগ্রহণ করেছিল। এর পর থেকেই তার খ্যাতি বাড়তে থাকে। পুলিশ জানিয়েছে, মেয়েটির সঙ্গে ধৃত সুমন্তর প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্ক নিয়েই ইদানীং ঝামেলা চলছিল। মঙ্গলবারও দু'জনের মধ্যে গোলমাল হয়।
মৃত কিশোরীর মায়ের অভিযোগ, ‘মেয়ে সুমন্ত ও রকির সঙ্গে মেলামেশা করত। কিন্তু ওরা যে ভালো নয়, তা ও পরে বুঝতে পেরেছিল। তাই ওদের সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয়। তবুও মেয়েকে ওরা ফোন করত। মেয়ে ফোন না ধরলে অন্য নম্বর থেকে ফোন করত। অশালীন ভাষায় মেয়ের সঙ্গে কথা বলত। মেয়ের আত্মহত্যার জন্য ওরাই দায়ী।’ ধৃতদের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার ধারায় মামলা রুজু করেছে পুলিশ। কিশোরীর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া।