সামনেই বিয়ে। আইবুড়ো ভাত খেতে গিয়েছিলেন আত্মীয়ের বাড়ি। সেখানে গিয়ে খোয়াতে হলো বাইক। বদলে চোর রেখে যায় একটি লেডিবার্ড সাইকেল। বাইক চুরি যাওয়ায় সৈয়দ মহম্মদ ওয়াসিম নামে ওই যুবক তাতেই ফিরতে হয় শেষমেশ। হুগলির চুঁচুড়ার ইমামবাজার এলাকার ঘটনা।
জানা গিয়েছে, আগামী ২ ফেব্রুয়ারি ওয়াসিমের বিয়ে। তাই প্রায় রোজই বন্ধু, আত্মীয়দের বাড়িতে নিমন্ত্রণ থাকছে। বুধবার রাতে ইমামবাজারে দাদা সৈয়দ মহম্মদ মুকারমের বাড়িতে নিমন্ত্রণ ছিল।
ওয়াসিম জানান, সন্ধ্যাবেলা দাদার বাড়িতে যান। বাড়ির বাইরে গলিতে বাইকটি রেখে ভিতরে যান। এর পর সকলে মিলে আড্ডা, খাওয়া দাওয়া সেরে ওয়াসিম যখন বেরোন, তখন রাত প্রায় ১১টা। বেরিয়ে এসে দেখেন, তাঁর বাইক উধাও। অথচ সেখানে আরও দু’টি বাইক ছিল, সেগুলি দিব্য আছে। এ দিকে তাঁর বাইকের জায়গায় একটি লেডি বার্ড সাইকেল রাখা।
এর পর চুঁচুড়া, ব্যন্ডেল, হুগলি ঘাট এলাকা তন্নতন্ন করে খোঁজেন। ওয়াসিম জানান, তাঁর বাইকের হ্যান্ডেল লক করা ছিল। সেই লক ভেঙে চুরি করে নিয়ে যায়। বাধ্য হয়ে চোরের ফেলে যাওয়া লেডিবার্ড সাইকেল নিয়েই ফিরতে হয় ওয়াসিমকে। চুঁচুড়া থানায় অভিযোগও জানান ওয়াসিম।
ওয়াসিম বলেন, ‘আমার দাদা ১০টা ১৫ নাগাদ বেরোয়ও। ফিরে দেখে গাড়িটা নেই। এর পর আমিও বেরিয়ে দেখি গাড়ি উধাও। আমি প্রথমে ভাবলাম কেউ বোধ হয় মজা করেছে। কিন্তু পাড়ার মোড়, আশে পাশের এলাকায় খোঁজ করেও পাইনি। আমার ৬ বছরের বাইক। সব জায়গায়ই তো যাই। এ রকম তো কখনও হয়নি। চোর বাইক নিয়ে গেছে, সাইকেল রেখে গেছে।’ কিছুদিন আগে হুগলি ঘাট থেকেও একজনের বাইক চুরির ঘটনা ঘটে।