• ভুয়ো ডিগ্রি ব্যবহার? আরজি করের জুনিয়র ডাক্তার আসফাকুল্লাকে শো-কজ় নোটিস রাজ্য মেডিক্যাল কাউন্সিলের
    এই সময় | ১৬ জানুয়ারি ২০২৫
  • আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে গড়ে ওঠা জুনিয়ার চিকিৎসকদের আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন আসফাকুল্লা নাইয়া। এ বার তাঁর বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। পিজিটি হয়ে ইএনটি সার্জেনের পরিচয় দিয়ে চিকিৎসা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। আর এই অভিযোগের প্রেক্ষিতে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে শো-কজ় নোটিস ধরানো হয়েছে তাঁকে। সাত দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে তাঁর কাছে। যথাযথ জবাব না পেলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের কথাও জানানো হয়েছে চিঠিতে।

     আসফাকুল্লা নাইয়ার বিরুদ্ধে প্রথম অভিযোগ তুলেছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন। তাদের অভিযোগ ছিল, সিঙ্গুরে স্বাস্থ্য পরিষেবা দেওয়া একটি সংস্থার পোস্টারে নিজেকে এই চিকিৎসক ‘এমএস’ বলে উল্লেখ করেছেন। কিন্তু কোর্স শেষ হওয়ার আগে তিনি কী ভাবে এমএস লিখতে পারেন,তা নিয়ে প্রশ্ন উঠেছিল। পিজিটি হয়ে সার্জেন বলে নিজের পরিচয় দিচ্ছেন তিনি, এই অভিযোগ ওঠে। সংস্থার তরফে মুখ্য সচিব এবং ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলকে একটি চিঠি দেওয়া হয়েছিল। এ বার এই নিয়ে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের শো-কজ় নোটিস পেলেন আসফাকুল্লা। 

    যদিও তিনি এই নিয়ে খুব একটা চিন্তিত নন বলেই জানান। আসফাকুল্লা বলেন, ‘ওই চিঠিতে কোনও তারিখ বা সই নেই। সেই জন্য কার সঙ্গে দেখা করব, কোথায় দেখা করব তা স্পষ্ট নয়।’ তিনি আরও দাবি করেছেন, ‘এই ধরনের ঘটনা ঘটবে তা জানতাম। না হলে বুঝতে হতো আন্দোলনটা ঠিক মতো হয়নি। এই চিঠি সত্যি হলে তার জবাব দেব।’

  • Link to this news (এই সময়)