• পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা পাহাড়ে আবার বাঘের আতঙ্ক, খাঁচা পেতে অপেক্ষায় বনকর্মীরা...
    আজকাল | ১৬ জানুয়ারি ২০২৫
  • অরিন্দম মুখার্জী: পায়ের ছাপ দেখে পুরুলিয়ার বনদপ্তর অনুমান পালামৌ থেকে চলে আসা বাঘটি রাইকা পাহাড়ে অবস্থান করছে। ট্র্যাক ক্যামেরায় বাঘের কোন ছবি ধরা পড়েনি। পায়ের ছাপ দেখে অনুমান করছে রয়েল বেঙ্গল টাইগার রাইকা পাহাড়ে লুকিয়ে রয়েছে। শেষ চার দিন ধরে পুরুলিয়া বনদপ্তর বাঘটিকে খুঁজে পেতে হিমশিম খাচ্ছে। গত বুধবার খাঁচা পেতে এবং তার মধ্যে গোটা চার-পাঁচেক ছাগল রেখে দেওয়া হয়েছিল। কিন্তু সেই ফাঁদে পা দেয়নি রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘের আতঙ্ক আরও বেড়েছে বান্দোয়ানের রাইকা সংলগ্ন এলাকায়। বনদপ্তরের তরফ থেকেও মাইকিং করা হচ্ছে। যাতে জনসাধারণ বা গ্রামবাসী জঙ্গলে প্রবেশ না করেন। 

    বৃহস্পতিবার সকাল থেকে পুরুলিয়ার বনদপ্তর এবং সুন্দরবনের ব্যাঘ্র বিশেষজ্ঞরা চিরুনি তল্লাশি চালাচ্ছেন জঙ্গলে। গতকাল যেখানে খাঁচা পাতা হয়েছিল তার থেকে বেশি খাচা আরও বিভিন্ন স্থানে পাতা হচ্ছে যাতে বাঘটিকে খাঁচা বন্দি করা যায়। বাঘটিকে ধরার জন্য আরও ছাগলের টোপ দেওয়া হয়েছে। জঙ্গলের  বিভিন্ন স্থানে আরো বেশি করে ট্র্যাক ক্যামেরা লাগানো হচ্ছে। 

    অন্যদিকে, বাঘের আতঙ্কে রাইকা পাহাড় সংলগ্ন কেসরা উদলবনী এবং যমুনাগড়া গ্রামের স্থানীয় মানুষরা আতঙ্কে ভুগছেন। বনদপ্তর থেকে তাঁদের জঙ্গলে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। এইসব গ্রামের মানুষরা জঙ্গল থেকে কাঠ, পাতা,লাল পিঁপড়ে এবং অন্যান্য সামগ্রী সংগ্রহ করে তাদের জীবনযাপন করেন। এর ফলে তাঁদের পেটে টান পড়ছে। 

    রাইকা পাহাড়ে কিছু ছাগলের ক্ষতবিক্ষত দেহাংশ পাওয়া গিয়েছে। বনদপ্তর পরীক্ষা করে দেখছে সেগুলি বাঘেরই খাওয়া কিনা। বনদপ্তর আশাবাদী তারা বাঘিনী জিনাতের মত এই রয়েল বেঙ্গল টাইগারকেও খুব তাড়াতাড়ি ধরতে পারবে। 
  • Link to this news (আজকাল)