স্যালাইন-কাণ্ডে মমতা, সাসপেন্ড করা হল ১২ জন চিকিৎসককে...
আজকাল | ১৬ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় তদন্ত রিপোর্ট পেশ করল রাজ্য। নবান্নের সভাগৃহ থেকে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিনিয়র চিকিৎসকদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, 'প্রসূতির চিকিৎসার সময় সিনিয়র ডাক্তাররা উপস্থিত ছিলেন না। চিকিৎসকেরা ঠিক মতো দায়িত্ব পালন করলে মাকে বাঁচানো যেত।''
এদিন তদন্ত রিপোর্ট প্রকাশ করেন মুখ্যসচিব মনোজ পন্থ। তিনি বলেন, ''অস্ত্রোপচারের সময় নিয়ম মানা হয়নি। প্রসূতির মৃত্যুতে গাফিলতি রয়েছে। আরএমও উপস্থিত ছিলেন না। জুনিয়র চিকিৎসকেরা অস্ত্রোপচার করেন। সংক্রমণ রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়নি। দু'টি ওটি টেবিলে অপারেশন করা হয়েছিল। নির্দিষ্ট প্রোটোকল মানা হয়নি।''
মমতা জানান, স্বাস্থ্যদপ্তর এবং সিআইডির তদন্তে চিকিৎসকদের গাফিলতি ধরা পড়েছে। এর পরেই ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী। সিনিয়র চিকিৎসকদের নিশানা করে তিনি বলেন, ''যাঁদের কাছে মানুষের ভাগ্য নির্ধারিত হয়, তাঁদের সঠিক ভাবে দায়িত্ব পালন করলে মা এবং সন্তানকে বাঁচানো যেত।'' সরকারি হাসপাতালে অপারেশন থিয়েটারের সামনে সিসিটিভি লাগানোর কথাও বলেছেন মমতা।
মেদিনীপুর মেডিক্যাল কলেজে সন্তানের জন্ম দেওয়ার পরে অসুস্থ হয়ে পড়েছিলেন পাঁচ প্রসূতি। অভিযোগ ছিল স্যালাইন নিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁরা। পরে এক প্রসূতির মৃত্যু হয়। এক সদ্যোজাতও প্রাণ হারিয়েছে। অন্য দিকে, স্যালাইন নিয়ে রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাই কোর্ট। রিপোর্ট চাওয়া হয়েছে রাজ্যের মুখ্যসচিবের কাছেও। স্যালাইন প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে, তা নিয়ে ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ জমা দিতে হবে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট বিভাগকে।