• উল্কাপাত না এলিয়ানের ছোঁড়া অস্ত্র! মুর্শিদাবাদের ঘটনায় হতভম্ব গ্রামবাসীরা
    আজকাল | ১৬ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কোথাও কোনও আগুন নেই। অথচ আস্ত মোটরবাইক পুড়ে ছাই। মোটরবাইকের মালিকের দাবি, আকাশ থেকে নেমে আসা অজানা বস্তুর প্রভাবে এই ঘটনা ঘটেছে। ভোররাতে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেওয়া-১ গ্রাম পঞ্চায়েতের ঘোড়াইপাড়া গ্রামে জনৈক নাজিম শেখের বাড়িতে এই ঘটনা ঘটেছে বলে দাবি তাঁর পরিবারের। 

    পরিবারের সদস্যরা বলেন, বৃহস্পতিবার ভোরের দিকে বিকট আওয়াজে তাঁদের ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে দেখেন গোটা উঠান লাল হয়ে গিয়েছে এবং সেখানে রাখা একটি বাইক দাউদাউ করে জ্বলছে। আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য তাঁরা সচেষ্ট হলেও বাইকটি বাঁচানো সম্ভব হয়নি। 

    পরিবারের সদস্য আমিনা বিবির দাবি, 'ভোররাতে বিকট আওয়াজে ঘুম ভাঙার পর বাইরে তাকিয়ে দেখি সারা উঠান লাল আলোয় ভেসে যাচ্ছে। জ্বলছে বাইকটি। জানিনা কীভাবে আগুন লাগল। সম্ভবত আকাশ থেকে মহাজাগতিক কোনও কিছু পড়ার ফলে বাইকটিতে আগুন ধরে যায়। আমরা এই ঘটনার জেরে সকলেই আতঙ্কিত।' 

    ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ওই গ্রামে। কেউ কেউ মনে করছেন ছোটখাটো কোনও উল্কাপাতের ফলেই এই বিপর্যয়।
  • Link to this news (আজকাল)