• পালিয়েও লাভ হল না, শেষমেষ বকখালিতে পুলিশের জালে বাঘাযতীনের বিপর্যস্ত বাড়ির প্রোমোটার
    আজকাল | ১৬ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বকখালির হোটেল থেকে পুলিশ বাঘাযতীনের ভেঙে পড়া ফ্ল্যাট বাড়ির প্রোমোটারকে গ্রেপ্তার করল। ধৃত প্রোমোটারের নাম শুভাশিস রায়। সুন্দরবন জেলা পুলিশের সাহায্যে অভিযান চালিয়ে শুভাশিসকে ধরেছে কলকাতা পুলিশ। মঙ্গলবার দুপুরে বহুতল ভেঙে পড়ার পর থেকেই নিখোঁজ ছিলেন ওই প্রোমোটার। তাঁর সন্ধানে অভিযানে নামে লালবাজার। শেষপর্যন্ত ঘটনার দু'দিনের মাথায় বকখালি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। 

    কলকাতা পুরসভার ৯৯ ওয়ার্ডে বাঘাযতীনের বিদ্যাসাগরের কলোনিতে গত মঙ্গলবার দুপুরে একটি ফ্ল্যাটবাড়ি হেলে পড়ে। নিচের তলাটি প্রায় ধ্বংস হয়ে যায়। জানা গিয়েছিল, বর্তমানে ওই ফ্ল্যাটবাড়িতে কেউ তাকতেন না। সেটি হেলে পড়ায় সোজা করার কাজ চলছিল। 

    তবে, দুর্ঘটনার পর কলকাতা পুরনিগমের দাবি, অনুমতি ছাড়াই বাঘাযতীনের ওই ফ্ল্যাটবাড়িটির কয়েকটি তলা তৈরি হয়েছিল। প্রোমোটার সুভাষ রায়-সহ বিপর্যস্ত ফ্ল্যাটবাড়ির আট বাসিন্দার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। মাটি পরীক্ষা না করে, প্রশাসনকে না জানিয়েই মেরামতির কাজ চলছিল বলে অভিযোগ। ফ্ল্যাটবাড়ির মালিকদের দাবি, প্রোমোটার সুভাষ রায় নাগরা কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড-কে দিয়ে ওই কাজ করাচ্ছিলেন। তার মধ্যেই ঘটে যায় বিপর্যয়। মঙ্গলবার রাত থেকেই শুরু হয় ওই বাড়ি ভাঙার কাজ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ১০-১২ বছর আগে জলাভূমি ভরাট করে বেআইনি ভাবে ওই ফ্ল্যাটবাড়িটি  তৈরি করা হয়েছিল। চারতলা বাড়ি নির্মাণের অনুমোদনও ছিল না। 

    এরপরই অভিযুক্ত প্রোমোটার সুভাশিস রায়ের খোঁজ শুরু করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে, সে ওই এলাকাতে নেই। মোবাইলে ফোনও বন্ধ। শুরু হয় তল্লাশি। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে একবার মোবাইল ফোন অন করেছিলেন সুভাষ রায়। তখনই তাঁর টাওয়ার লোকেশন জানতে পারা যায়। তদন্তকারীরা সেই সূত্রই, বকখালিতে হানা দেয়। সুন্দরবন জেলা পুলিশের সহায়তায় শেষে এক হোটেলের ঘর থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত প্রোমোটার সুভাষ রায়কে। 
  • Link to this news (আজকাল)