• নজরে ২৬-র বিধানসভা? প্রথমবার ১০ দিন বাংলায় কাটাবেন RSS প্রধান
    আজ তক | ১৬ জানুয়ারি ২০২৫
  • ১০ দিনের সফরে বাংলায় আসছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। জানা গিয়েছে, ৭ ফেব্রুয়ারি কলকাতায় আসবেন ভাগবত। সফরের প্রথম পাঁচ দিন কলকাতায়। পরের পাঁচদিন বর্ধমানে কাটাবেন। এই প্রথম আরএসএস-এর প্রধান রাজ্যে একটানা ১০দিন থাকবেন। এই সফরের সময়কালকে স্থানীয় আরএসএস নেতারা তাৎপর্যপূর্ণ বলে মনে করেন। কারণ, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও দেখা করবেন আরএসএস প্রধান। আরএসএস ক্ষেত্র প্রচার প্রধান জিষ্ণু বসু জানিয়েছেন যে মোহন ভাগতের এই সফর অনেক আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল। তিনি বলেন, 'বাংলায় ৩টি বিভাগ আছে, এটি একটি রুটিন ভিজিট এবং অনেক দিন থেকে পরিকল্পিত। সবটাই অভ্যন্তরীণ বিষয়। আমরা এটাই পরিকল্পনা করেছিলাম।'

    পশ্চিমবঙ্গে আরএসএস-র সংগঠন ও শক্তি কী রকম? তা বুঝতেই টানা ১০ দিন বাংলায় কাটাবেন ভাগবত। তিনি এই রাজ্যে আরএসএসের কর্মক্ষমতা ও ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কীভাবে এই কর্মক্ষমতা প্রভাব ফেলতে পারে তা মূল্যায়ন করবেন। বিশেষ করে দক্ষিণবঙ্গ থেকে বিজেপি কীভাবে লাভবান হতে পারে সেটাই দেখতে আসছেন ভাগবত। যদিও আরএসএস বলছে, ভাগবতের বাংলা সফরের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।

    এই বিষয়ে জিষ্ণু বলেন,'এটি সত্য নয়। ভাগতের সফর কোনও রাজনৈতিক কাজের সঙ্গে যুক্ত নয়। আমি মনে করি না বিজেপির অবস্থা খারাপ। ভুলে যাওয়া উচিত নয় যে এটি শুধুমাত্র বিজেপিই ছিল যারা বিরোধী হিসাবে সত্তরের বেশি আসন পেয়েছে, এমনকি বিরোধী হিসেবে ৪০-র বেশি আসন পায়নি। স্বাধীনতার পর বিরোধী দল হিসেবে বিজেপিই ৭৭টি আসন পেয়েছে।'
  • Link to this news (আজ তক)