বাঘাযতীনে হেলে পড়া ফ্ল্য়াটের প্রোমোটার গ্রেফতার, লুকিয়ে ছিল বকখালিতে
আজ তক | ১৬ জানুয়ারি ২০২৫
বাঘাযতীনে ভেঙে পড়া ফ্ল্যাট বাড়ির প্রোমোটারকে গ্রেফতার করল পুলিশ। তার নাম শুভাশিস রায়। বাড়ির একাংশ ভেঙে পড়ার পর প্রোমোটার পালিয়ে যায়। তাকে খুঁজছিলেন তদন্তকারীরা। অবশেষে ধরা পড়ল পুলিশের হাতে। দক্ষিণ ২৪ পরগনার বকখালির একটি রিসর্টে হানা দিয়ে বাড়ি ডেভলপারকে পাকড়াও করা হয়।
মঙ্গলবার দুপুরে বাঘাযতীনে একটি চারতলা বাড়ির একাংশ ভেঙে পড়ে। আস্ত বাড়িটি চোখের নিমেষে প্রথমে হেলে পড়ে তারপর একাংশ ভাঙে। সেই ভিডিও সামনে আসে। ওই বাড়িতে কোনও বাসিন্দা ছিলেন না।
স্থানীয় সূত্রে খবর, ২০১২ সালে তৈরি হয়েছিল বাড়িটি। তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, বাড়িটি সিপিএম আমলে এমন বাড়ির অনুমোদন দেওয়া হয়ে থাকতে পারে। স্থানীয় তৃণমূল কাউন্সিলর এই বিষয়ে ওয়াকিবহাল ছিলেন না।
অভিযোগ, কোনও প্ল্যানিং ছাড়া তৈরি করা হয়েছিল ওই ফ্ল্যাটবাড়ি। অনুমতি দেওয়া হয়েছিল তিনতলার। কিন্তু চারতলা করা হয়েছিল। সূত্রের খবর, সেই বাড়িটি হেলে পড়ে মাসখানেক আগে। তখনই সেখানে বসবাসকারীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। বাড়িতে ফাটল দেখা দেওয়ার জন্য মেরামতের কাজ হচ্ছিল।
আজই ওই এলাকা পরিদর্শনে যান ফিরহাদ হাকিম। তাঁর অভিযোগ, বাম আমলেই জলাভূমি ভরাটের 'সংস্কৃতি' শুরু হয়েছিল। এই ফ্ল্যাটও সেভাবেই গড়ে উঠেছিল। ফ্ল্যাট-হারা পরিবারগুলির সঙ্গে দেখা করে সবরকম সহযোগিতার আশ্বাস দেন।
তিনি আরও জানান, বহুতলটি 'লিফটিং' করছিল হরিয়ানার একটি সংস্থা। ওই সংস্থা বাংলার ও হরিয়ানার মাটির সঙ্গে ফারাক করতে পারেনি। সে কারণেই ভেঙে পড়েছে বহুতলটি। তাঁর কথায়,'হরিয়ানায় হার্ড সয়েল। এখানে গঙ্গা মাটি। আমাদের মাটি দুর্বল। হার্ড সয়েল বা পাথুরে মাটি ভেবে করতে গিয়ে এই পরিণতি হয়েছে। সয়েল টেস্ট করা উচিত ছিল।'