• মর্মান্তিক ঘটনা! ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৬ বছরের সন্তানের দেহ...
    ২৪ ঘন্টা | ১৬ জানুয়ারি ২০২৫
  • নারায়ণ সিংহ রায়: চাঞ্চল্যকর ঘটনা ঘটল শিলিগুড়িতে (Siliguri)। স্ত্রী এবং সন্তানকে খুন করে আত্মঘাতী স্বামী। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল শিলিগুড়িরর সমর নগর এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে ভক্তিনগর থানার পুলিস। শুরু হয়েছে তদন্ত। কী কারণে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটল তারই তদন্তে পুলিস। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম শীতল রায়, তিনি দীর্ঘদিন ধরে ঋণে জর্জরিত ছিলেন। তার জেরেই এই ঘটনা প্রাথমিক অনুমান পুলিসের। 

    জানা গিয়েছে, সাতসকালে নজরে আসে ঘটনাটি। সেই ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ির সমরনগরের বৌবাজার এলাকায়। মৃতদের নাম শ্যামল রায়, টুম্পা রায় এবং পিনটু রায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্ত্রী টুম্পা ও ছয় বছরের পুত্র সন্তান নিয়ে এক সঙ্গেই থাকতেন শ্যামল। বৃহস্পতিবার সকালে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ দেখা যায়। ঘরের একপাশে পড়েছিল স্ত্রী ও অন্য পাশে ছিল সন্তানের দেহ।

    স্থানীয় বাসিন্দারা জানায়, ঋণে জর্জরিত ছিলেন শ্যামল। সেই কারণে বেশ কিছুদিন ধরে পরিবারে চলছিল ঝামেলা। সেই অশান্তি থেকেই মুক্তি পেতেই স্ত্রী, সন্তানকে মেরে নিজে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও রহস্য? খতিয়ে দেখছে ভক্তিনগর থানার পুলিস। ইতিমধ্যেই মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তারপরেই জানা যাবে মৃত্যুর সঠিক কারণ। 

  • Link to this news (২৪ ঘন্টা)