পিয়ালী মিত্র: গত নভেম্বরেই জামিনে ছাড়া পেয়েছেন পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা। কিন্তু পার্থ এখনও জেলবন্দী। মঙ্গলবার থেকে কলকাতার বিচার ভবনে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় বিচার শুরু হয়েছে। সাক্ষ্যগ্রহণের জন্য বৃহস্পতিবার আদালতে নিয়ে আসা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। উপস্থিত ছিলেন অর্পিতাও। এদিনই সামনাসামনি কথা হল পার্থ-অর্পিতার। আদালত কক্ষ থেকে বেরিয়ে পাশাপাশি পার্থ অর্পিতা দাঁড়ান দু’জন।
আইনজীবীদের সঙ্গে কথা বলেন মামলা সংক্রান্ত। মামলা নিয়ে কথা বলতে গিয়ে দুজনেও কথা বলেন। যাওয়ার আগে পার্থ বলেন, 'আসি, ভালো থেকো।' তার আগে কয়েকজনের সঙ্গে মিনিট দশেক দাঁড়িয়ে মামলা কোন পথে এগোচ্ছে, কী হবে এই সব কথা বলেন।
বৃহস্পতিবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় দ্বিতীয় দিন সাক্ষ্য গ্রহণ করা হল। এই দিন পার্থ ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর সাক্ষ্য নেওয়া হয়। এই ব্যবসায়ী এবং তাঁর এক কর্মচারীর সঙ্গে পার্থ দেখা করেছিলেন এবং কয়েকজনের নাম চেয়েছিলেন বলে আগেই ইডিকে জানিয়েছিল বলে সূত্রের খবর। পার্থর আইনজীবী আজ দু’টি সাক্ষীকেই ক্রস এক্সামিনেশন করেন।
এর আগে, মঙ্গলবারও আদালতের বাইরে তাদের দেখা হয়। দুজন দুজনকে চোখে চোখ রেখে মুচকে হাসে। ওইদিন আদালতের বাইরে বিচারপর্ব সংক্রান্ত বিষয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'বিচারব্যবস্থার উপর ভরসা আছে। সত্য একদিন সামনে আসবে।' প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২২ জুলাই গ্রেফতার করা হয় পার্থ-অর্পিতাকে।