• ফের পুলিশ ভ্যানে হামলা! এবার ডোমকলে এসআইকে কুপিয়ে অভিযুক্তকে নিয়ে পালাল দুষ্কৃতীরা
    প্রতিদিন | ১৬ জানুয়ারি ২০২৫
  • অতুলচন্দ্র নাগ, ডোমকল: গোয়ালপোখরের পর ডোমকল! বুধবার রাতে পুলিশ ভ্যানে হামলা চালিয়ে ‘চোর’কে নিয়ে পালাল দুষ্কৃতীরা। হাঁসুয়ার কোপে আহত এসআই রাণাপ্রতাপ সেনগুপ্ত। ঘটনায় জড়িত থাকার অভিযোগে সেই রাতেই চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় প্রাক্তন তৃণমূল প্রধান জড়িত বলে অভিযোগ। তাঁকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত এখনও পলাতক। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি গয়না চুরির ঘটনায় অভিযুক্ত রানা শেখ নামে এক যুবককে বুধবার রাতে তার বাড়িতে নিয়ে যাচ্ছিল পুলিশ। উদ্দেশ্য ছিল রানার বাড়িতে মজুত থাকা গয়না উদ্ধার করা। অভিযোগ, সেই সময় ডোমকলের বিলাসপুর ঘাটপাড়া এলাকায় চোরের বাবা, মা-সহ এলাকার কয়েকজন পুলিশের উপর চড়াও হয়। গাড়ি ভাঙচুর করে ‘আসামী’কে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। সেই সময় দুষ্কৃতীদের বাধা দিতে গিয়ে আহত হন এক এসআই। তাঁকে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের উপর আক্রমণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তৃণমূলের মীনা বিবির বিরুদ্ধে।

    এই ঘটনার পর বুধবার রাতেই বিশাল পুলিশ বাহিনী অভিযান চালায় ওই গ্রামে। চারজনকে গ্রেপ্তার করা হয়। তার মধ্যে রয়েছেন প্রাক্তন প্রধান মীনাও। যদিও রানা পলাতক। স্থানীয়রা জানান, শীতের রাতে এক তাণ্ডব চলে বিলাসপুর ঘাটপাড়ায়।

    উল্লেখ্য, কয়েকদিন আগে গ্রামের সাহিন মণ্ডলের বাড়িতে গয়না চুরি হয়। ওই ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ রানাকে গ্রেপ্তার করে। আদালত তার পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। পুলিশের দাবি, পুলিশি জেরায় অভিযুক্ত চুরির কথা স্বীকার করে নেন। বুধবার রাতে সেই গয়না উদ্ধারের জন্য তাকে গ্রামে নিয়ে যাওয়া সময় ‘চোরে’র আত্মীয়-স্বজনরা মিলে পুলিশের উপর চড়াও হয়। ঘটনায় ধৃত চারজনকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়েছে বলে খবর। 
  • Link to this news (প্রতিদিন)