• জেলে BJP কর্মীর অস্বাভাবিক মৃত্যুতে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ হাই কোর্টের, ফের হবে ময়নাতদন্ত
    প্রতিদিন | ১৬ জানুয়ারি ২০২৫
  • গোবিন্দ রায়: জেল হেফাজতে বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ কলকাতা হাই কোর্টের। এই টিমের তত্ত্বাবধানে ফের ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী ২৪ জানুয়ারি মামলার পরবর্তী শুনানিতে পেশ করতে হবে রিপোর্ট।

    বেলঘরিয়ার বাসিন্দা ছিলেন মৌসম চট্টোপাধ্যায়। তিনি বিজেপি করতেন বলে খবর। যুক্ত ছিলেন ঠিকাদারি কাজের সঙ্গে। গত ফেব্রুয়ারি মাসে তাঁকে গ্রেপ্তার করে দক্ষিণেশ্বর থানা। এরপর তাঁর ঠাঁই হয় দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে। গত সপ্তাহে জেলেই মৃত্যু হয় মৌসমের। এরপরই তাঁর মা অভিযোগ করেন, ছেলে অসুস্থ হওয়া সত্ত্বেও তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। পরবর্তীতে অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় মৌসমের। এরপরই জেল কর্তৃপক্ষের গাফিলতিতে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় পরিবার।

    বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে NRS হাসপাতালে মেডিক্যাল বোর্ড গঠনে নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মৌসুমের দেহ যাতে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে সুষ্ঠুভাবে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে টালা থানার আধিকারিকদের। সম্পূর্ণ ময়নাতদন্ত এনএইচআরসির নিয়ম মেনে ভিডিওগ্রাফি করতে হবে। আগামী ২৪ শে জানুয়ারি মামলার পরবর্তী শুনানি।
  • Link to this news (প্রতিদিন)