• প্রোমোটারের ‘পাকামি’, বাঘাযতীনের ফ্ল্যাট বিপর্যয়ে ইঞ্জিনিয়ারের গাফিলতিকেই দুষলেন ফিরহাদ
    প্রতিদিন | ১৬ জানুয়ারি ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্ল্যাট বিপর্যয়ের ২ দিন পর বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এই অঘটনের জন্য প্রোমোটারকে দুষলেন তিনি। হরিয়ানার ইঞ্জিনিয়ারিং সংস্থা ভুল পদ্ধতিতে ফ্ল্যাটটি লিফটিংয়ের কাজ করছিল বলেই দাবি মেয়রের।

    বৃহস্পতিবার ওই বিপর্যস্ত ফ্ল্যাটটি সরেজমিনে খতিয়ে দেখেন মেয়র ফিরহাদ হাকিম। সঙ্গে ছিলেন স্থানীয় কাউন্সিলর দেবব্রত মজুমদার এবং মিতালি বন্দ্যোপাধ্যায়। এছাড়া পুরসভার ইঞ্জিনিয়াররাও ছিলেন তিনি। মেয়র সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমি গঙ্গাসাগরে ছিলাম। কথা হয়েছে দেবব্রত ও মিতালীর সঙ্গে। ওদের জানিয়ে এখানে আসা। এটা একটা ইঞ্জিনিয়ারিং ফল্ট। পুরসভাকে না জানিয়ে প্রোমোটার পাকামি করে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের পরামর্শ, পুরসভার অনুমতি না নিয়ে হরিয়ানার কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে এসব করেছে। গাড়ি ওঠানোর যন্ত্র দিয়ে এসব করেছে।” ফিরহাদের দাবি, হরিয়ানার ওই সংস্থা মাটির প্রকৃতি বুঝতে পারেনি। পাথুরে মাটি ভেবে লিফটিংয়ের কাজ শুরু করে, সে কারণে বিপত্তি।

    এদিন পূর্বতন বাম সরকারকে কার্যত খোঁচা দিয়ে ফিরহাদ বলেন, “এই ফ্ল্যাটটি ২০০৯ সালে হয়েছে। সেই সময় কলোনি এলাকায় কলোনি কমিটি তৈরি করে ফ্ল্যাট হত। পরবর্তীকালে প্রোমোটার কালচার এল। শুধু এখানে নয়, গার্ডেনরিচেও হয়েছে। বিএলআরও কলকাতা পুরসভার অধীনে আনা হয়েছে। মানুষ তখন পুরসভায় যেতে পারতেন না। এখন পান।” গৃহঋণ করে অনেকেই বাঘাযতীনের ওই ফ্ল্যাটটি কেনেন। আচমকা ফ্ল্যাট বিপর্যয়ে মাথায় হাত গৃহস্থদের। বিপর্যস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, “যাঁরা ফ্ল্যাট কিনেছিলেন তাঁরা সর্বহারা হয়ে গিয়েছেন। বেআইনি নির্মাণের ফলে ইন্সিওরেন্স পান না। তার ফলে সমস্যায় পড়েন আবাসিকরা।”

    বলে রাখা ভালো, ইতিমধ্যে ফ্ল্যাটে বসবাসকারীদের আসবাবপত্র-সহ যাবতীয় সামগ্রী বের করে ওই ফ্ল্যাটটিকে ভাঙার কাজ শুরু হয়েছে। তারপর তা সংস্কার করে আবাসিকদের বাসযোগ্য করা হবে বলেই জানান ফিরহাদ। এদিকে, এই ঘটনায় অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেন মেয়র। ঘটনার পর দুদিন কেটে গেলেও বেপাত্তা প্রোমোটার। হরিয়ানার সংস্থার আধিকারিকদের খোঁজেও তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই প্রশাসনিক বৈঠক করে জমি দখল করে বেআইনি নির্মাণ নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার কয়েকদিনের মধ্যে এই ঘটনায় কড়া পদক্ষেপের পথে পুরসভা।
  • Link to this news (প্রতিদিন)