• স্যালাইন কাণ্ডে মৃত প্রসূতির পরিবারকে ক্ষতিপূরণ, অর্থ–চাকরি দুটোই দিলেন মমতা
    হিন্দুস্তান টাইমস | ১৬ জানুয়ারি ২০২৫
  • কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে স্যালাইন কাণ্ডে মৃত প্রসূতির পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। আর আজ, বুধবার সেই নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে নিয়ে মৃত প্রসূতির পরিবারের পাশে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষাক্ত স্যালাইন কাণ্ড নিয়ে যখন তোলপাড় বাংলা তখন নবান্নের সভাঘর থেকে মৃত প্রসূতির পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। কর্তব্যে গাফিলতি না হলে প্রসূতি মাকে বাঁচানো যেত বলে মনে করেন মুখ্যমন্ত্রী। সেই কথা তিনি জানিয়েও দিয়েছেন। আর মোট ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কড়া পদক্ষেপ করলেন চিকিৎসকদের দোষারোপ করে।

    আজই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতরের রিপোর্ট আদালতে পেশ করতে হবে। তার জন্য আগামী দু’‌সপ্তাহ সময়ও দিয়েছে। প্রসূতি মা যিনি মারা গিয়েছেন এই স্যালাইন কাণ্ডে তাঁর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আর এই পরিস্থিতিতে মেদিনীপুর হাসপাতালে মৃত প্রসূতির পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী পরিবারের এক সদস্যকে দেওয়া হবে চাকরি। নবান্ন সভাঘর থেকে সাংবাদিক বৈঠক করে সে কথা জানিয়েও দিয়েছেন মুখ্যমন্ত্রী।


    গত ৮ জানুয়ারি রাতে পাঁচ প্রসূতিকে বিষাক্ত স্যালাইন দেওয়ার ঘটনায় যত বিপত্তি ঘটে যায়। তার জেরে মৃত্যু হয় প্রসূতি মামণি রুইদাসের বলে অভিযোগ। সদ‌্যোজাতকে ছুটি দিয়ে দেওয়া হয়। তবে দু’‌দিন পরই আবার তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। কারণ জন্ডিসের উপসর্গ দেখা দিয়ে ছিল। বিষাক্ত স্যালাইন দেওয়ার অভিযোগে অবস্থার অবনতি হওয়ায় তিন প্রসূতিকে গ্রিন করিডর করে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। আজ, বৃহস্পতিবার মৃত্যু হয়েছে অসুস্থ রেখা দাসের সদ্যোজাত সন্তানের। আর তাই নবান্ন থেকে মেদিনীপুর কাণ্ডে ঘটনার সময় কর্তব্যরত চিকিৎসকদের একহাত নেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‌চিকিৎসকরা দায়িত্ব পালন করলে এই পরিস্থিতি হতো না।’‌

    আজ নবান্ন থেকে সাংবাদিক বৈঠক থেকেই মামণি রুইদাসের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‌মৃতার পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। পরিবারের এক সদস্যকে দেওয়া হবে চাকরি। স্যালাইন কাণ্ডে স্বাস্থ্যদফতর ও সিআইডির জোড়া তদন্তের প্রাথমিক রিপোর্টে চিকিৎসকদের গাফিলতি প্রমাণিত হয়েছে। এমনকী দুটি রিপোর্ট মিলে গিয়েছে। তাই হাসপাতালের সুপার–সহ জুনিয়র এবং সিনিয়র মিলিয়ে মোট ১২ চিকিৎসককে সাসপেন্ড করা হচ্ছে। সাসপেন্ড হওয়া ডাক্তারদের বিরুদ্ধে সিআইডি তদন্ত করবে।’‌
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)