• পুলিশের উপর গুলি চললে, ‘চার গুণ গুলি চালাব’, কড়া বার্তা রাজীব কুমারের
    এই সময় | ১৬ জানুয়ারি ২০২৫
  • উত্তর দিনাজপুরে পুলিশের উপর বিচারাধীন বন্দির গুলি চালানোর ঘটনায় এ বার কড়া বার্তা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের। পুলিশের উপর হামলা হলে, পুলিশ যে চুপ করে বসে থাকবে না, এ দিন তা স্পষ্ট করে দিলেন ডিজি। শুনিয়ে রাখলেন, পুলিশের উপর কোনও ‘ক্রিমিনাল’ গুলি চালালে, চার গুণ গুলি চলবে। রাজীব কুমার বলেন, ‘আমি এটাই বলতে চাই, বিষয়টা আমরা যথেষ্ট গুরুত্বের সঙ্গেই দেখবো, কী ভাবে কড়া হাতে মোকাবিলা করতে হয়, আমরা তা জানি।’

    বুধবার ইসলামপুর মহকুমা আদালতে সাজ্জাক আলম নামে খুনের মামলায় এক অভিযুক্তকে হাজির করানো হয়েছিল। সেখান থেকে রায়গঞ্জ জেলে তাকে নিয়ে ফেরার সময় প্রিজ়ন ভ্যানের বাইরে পুলিশের উপর হামলা হয়। প্রস্রাব করার নাম করে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে দুই পুলিশের উপর গুলি চালায় সাজ্জাক। গুলিবিদ্ধ হন রায়গঞ্জ থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর নীলকান্ত সরকার, কনস্টেবল দেবেন বৈশ্য।

    বৃহস্পতিবার দুই সহকর্মীকে দেখতে উত্তরবঙ্গে যান ডিজি রাজীব কুমার। জানান, ঘটনাস্থলও ঘুরে দেখবেন তিনি। তার আগে জেলায় দাঁড়িয়েই রাজীব কুমার জানান, তাঁরা মানুষের নিরাপত্তার জন্য কাজ করেন। মানুষ যাতে সুরক্ষিত থাকতে পারেন, তার জন্য দিন রাত এক করে কাজ করেন। ‘কিন্তু যদি কোনও অপরাধী আমাদের উপর গুলি চালায়, আমরা চার গুণ গুলি চালাব’, বলেন রাজীব কুমার। একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, এই কাজের জন্য তাঁরা প্রশিক্ষণপ্রাপ্ত। তাই তাঁদের উপর হামলা হলে, কঠোর হাতেই তার মোকাবিলা হবে।

    প্রসঙ্গত, বুধবারের ঘটনার পর জেলা পুলিশের তরফে সাজ্জাকের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। ‘ওয়ান্টেড’ সাজ্জাক আলমকে ধরতে ২ লক্ষ টাকা নগদ পুরস্কারের কথাও ঘোষণা করা হয়।

  • Link to this news (এই সময়)