• আদালত চত্বরে হঠাৎ দেখা, ‘আসি,তুমি ভালো থেকো’, অর্পিতাকে বললেন পার্থ
    এই সময় | ১৬ জানুয়ারি ২০২৫
  • চারিদিকে উকিলদের ছোটাছুটি। একাধিক মামলা নিয়ে চর্চা। ফাইলের ভিড়। বৃহস্পতিবার আদালত চত্বরে দেখা হলো পার্থ ও অর্পিতার। তাঁরা একে অন্যের সঙ্গে কথাও বলেন কিছুক্ষণ। অর্পিতার উদ্দেশে পার্থ বলেন, ‘আসি, তুমি ভালো থেকো।’

    নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডি মামলায় মঙ্গলবার থেকে কলকাতা বিচার ভবনে শুরু হয়েছে বিচার। বৃহস্পতিবার আদালতে উপস্থিত ছিলেন এই মামলায় অন্যতম অভিযুক্ত, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আদালতে উপস্থিত ছিলেন অর্পিতাও। 

    উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে তোলপাড় শুরু হওয়ার পর থেকেই বারবার উঠে এসেছিল পার্থ এবং অর্পিতার নাম। এই ঘটনার তদন্তে নেমে ইডি অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে দীর্ঘ তল্লাশি চালিয়েছিল ২০২২ সালে। সেই সময়ে অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা এবং সোনার গয়না উদ্ধার হয়েছিল। গ্রেপ্তার হয়েছিলেন অভিনেত্রী। একই সময়ে এই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন অর্পিতা। তবে পার্থর ঠাঁই এখনও সেই জেলে। এর আগে ভার্চুয়ালি শুনানিতে তাঁদের এক ফ্রেমে দেখা গেলেও সে ভাবে মুখোমুখি হননি তাঁরা। 

    অন্যদিকে, ইডির এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়কেও শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ ছিল, ১ ফেব্রুয়ারির মধ্যে এই মামলায় জামিন পাবেন পার্থ চট্টোপাধ্যায়। তার আগে শেষ করতে হবে চার্জ গঠন এবং  গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান নিয়ে নিতে হবে। সেই  প্রক্রিয়া চলছে।

  • Link to this news (এই সময়)