• সাসপেন্ডেড চিকিৎসকদের বিরুদ্ধে এ বার FIR, মেদিনীপুর মেডিক্যালে শুক্রেই কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের
    এই সময় | ১৭ জানুয়ারি ২০২৫
  • বৃহস্পতিবার সকালেই মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুর ঘটনায় ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়। এ বার তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলো কোতোয়ালি থানায়। কর্তব্যে গাফিলতির জন্য  ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছিল। অভিযুক্ত চিকিৎকদের বিরুদ্ধে সিআইডি তদন্ত করবে বলেও জানানো হয়েছে।

    চিকিৎসকদের সাসপেন্ড করার প্রতিবাদে মেদিনীপুর মেডিক্যাল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ এবং অ্যানাস্থেসিয়া বিভাগের জুনিয়র ডাক্তাররা (পিজিটি) এ দিন রাত থেকে কর্মবিরতি শুরু করেছেন। বাকি বিভাগের জুনিয়র ডাক্তাররা শুক্রবার থেকে কর্মবিরতি শুরু করবেন। বিষয়টি নিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজের নতুন সুপার ইন্দ্রনীল সেন বলেন, ‘আমি আজই কলেজে এসে পৌঁছালাম। বিষয়টি আমি দেখে নিচ্ছি।’

    মেদিনীপুর মেডিক্যাল কলেজের সদ্য প্রাক্তন সুপার জয়ন্ত রাউত-সহ ১২ জন চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ১২ জনের মধ্যে ৬ জন জুনিয়র চিকিৎসক। এঁরা হলেন মৌমিতা মণ্ডল, ভাগ্যশ্রী কুণ্ডু, সুশান্ত মণ্ডল, পূজা সাহা, মণীশ কুমার ও জাগৃতি ঘোষ। জয়ন্ত রাউত ছাড়া বাকি সিনিয়র চিকিৎসকেরা হলেন প্রসূতি বিভাগের সদ্য প্রাক্তন HOD মহঃ আলাউদ্দিন, দিলীপ কুমার পাল, হিমাদ্রি নায়েক, সৌমেন দাস ও পল্লবী বন্দ্যোপাধ্যায়।

    এ দিন জুনিয়র ডাক্তাররা বলেন, ‘স্বাস্থ্য ব্যবস্থায় নানা ধরনের দুর্নীতি থেকে মোড় ঘুরিয়ে দিতেই এ ভাবে জুনিয়র চিকিৎসকদের দোষী সাব্যস্ত করা হয়েছে। এর প্রতিবাদ না করে উপায় নেই।’ শুক্রবার সকাল আটটা থেকে পূর্ণ কর্মবিরতি পালন করবেন জুনিয়র ডাক্তাররা। যতক্ষণ না সরকারের পক্ষ থেকে সাসপেনশন অর্ডার প্রত্যাহার করা হচ্ছে, ততক্ষণ কর্মবিরতি চালু থাকবে বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা।

  • Link to this news (এই সময়)