• টুনা থেকে ইলিশ, সঙ্গে রয়েছে সামুদ্রিক মাছের নানা পদ, দিঘায় শুরু সি-ফুড ফেস্টিভ্যাল...
    আজকাল | ১৭ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: টুনা থেকে ইলিশ। সঙ্গে ভেটকি পাতুরি, পর্ন কাটলেট, টাইগার কাটলেট, কাঁকড়া মশালা'র সঙ্গে সামুদ্রিক মাছের নানা পদের ছড়াছড়ি। দিঘা মোহনায় শুরু সি-ফুড ফেস্টিভ্যাল। সঙ্গে রয়েছে সামুদ্রিক জানা-অজানা মাছের প্রদর্শনী। গঙ্গা পুজো ও মেলা উপলক্ষে প্রতিবছর এই উৎসবের আয়োজন করে দিঘার মৎস্যজীবী সংগঠন। এবছর সিলভার জুবিলি বা ২৫ বছর। বুধবার আনুষ্ঠানিকভাবে যা শুরু হয়েছে। চলবে টানা ছয় দিন। 

    প্রথমদিন থেকেই এই উৎসবে যোগ দিয়েছেন রাজ্যের বিভিন্ন এলাকার মৎস্যপ্রেমীরা। মোট ৪০টি পদ চেখে দেখার বা পেটপুরে খাওয়ার সুযোগ রয়েছে তাঁদের সামনে। সেইসঙ্গে প্রদর্শনীতে থাকছে ঘুরাই, টপটপা, ব্রাউন বেলে, চেলে, সোনা বাম-সহ নানা ধরনের মাছ। যা স্কুল পড়ুয়াদের কাছে মাছ নিয়ে আলাদা উৎসাহ তৈরি করবে। 

    মৎস্যজীবী সংগঠনের কর্মকর্তা শ্যামসুন্দর দাস জানান, অল্প মূল্যে সামুদ্রিক নানা জানা-অজানা মাছের পদ তৈরি করে খাওয়ানো হবে এই ফেস্টিভ্যালে। এবছর যেহেতু এই উৎসব ২৫ বছরে পড়ল তাই প্যান্ডেল তৈরি হয়েছে মাছের আকারেই। মূল উদ্দেশ্য, সামুদ্রিক মাছ সাধারণের সামনে তুলে ধরা তা মার্কেটিং করা। এই মেলায় শুধুমাত্র বাইরের পর্যটক নয়, ভিড় করছেন স্থানীয়রাও। যা দেখে খুশি আয়োজকরা।
  • Link to this news (আজকাল)