• খবরের দাম ২ লক্ষ, গুলি কাণ্ডের 'খলনায়ক' সাজ্জাক-এর বিষয়ে পুরস্কার ঘোষণা পুলিশের ...
    আজকাল | ১৭ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কোর্ট লকআপে থাকাকালীনই আগ্নেয়াস্ত্র জোগাড় করেছিল। আর সেই আগ্নেয়াস্ত্র দিয়েই পুলিশকে গুলি করে পলাতক সাজ্জাক আলম। প্রাথমিক তদন্তে এমনটাই জানা গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তবে পলাতক ওই আসামিকে সারারাত তল্লাশি চালিয়েও ধরতে পারেনি তারা। তাকে ধরিয়ে দিলে ২ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে উত্তর দিনাজপুর জেলার জেলা পুলিশের পক্ষ থেকে। বৃহস্পতিবার এই ঘোষণা করা হয়। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার আদালতে কোর্ট লকআপে থাকাকালীনই সাজ্জাকের কাছে অস্ত্র পৌঁছে দেয় আব্দুল নামে আরেক দুষ্কৃতী। কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছিল আব্দুল। এর পাশাপাশি বুধবারের ঘটনা যে পূর্ব পরিকল্পিত তারও প্রমাণ পেয়েছে পুলিশ। বুধবার উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়া কালিবাড়ির কাছে যে জায়গায় সাজ্জাক গুলি চালিয়েছিল তার থেকে কিছুটা দূরে একটি নির্মীয়মান বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ছবি দেখে এটাই অনুমান পুলিশের। সেখানে দেখা যাচ্ছে, রাস্তার পাশ দিয়ে ছুটে পালাচ্ছে সাজ্জাক। এরপর কিছু দূরে দাঁড়িয়ে থাকা একটি মোটর সাইকেলে সে উঠে পড়ে। স্বাভাবিকভাবেই মনে হয়েছে ওই বাইক চালক সাজ্জাকের অপেক্ষাতেই দাঁড়িয়ে ছিল। পলাতকের খোঁজে সারারাত আশেপাশের বিভিন্ন এলাকায় তল্লাশি চালায় পুলিশ। তবে সাফল্য মেলেনি। 

    ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে বিহার সীমানা। তার থেকে কিছু দূরে নেপাল সীমান্ত। পূর্বদিকে কিছুদূর গেলেই বাংলাদেশ সীমান্ত। ফলে অভিযুক্ত বিদেশেও পালিয়ে যেতে পারে বলে অনুমান পুলিশের। ফলে পলাতক সাজ্জাককে ধরতে একেবারে কোমড় বেঁধে নেমেছে পুলিশ। সেইজন্যই ঘোষণা করা হয়েছে ২ লক্ষ টাকার পুরস্কার।

    প্রসঙ্গত,বুধবার বিকেলে ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জ সংশোধনাগারে ফেরার সময় পুলিশকে গুলি করে পালায় সাজ্জাক নামে ওই আসামি। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার করার কথা বলে গাড়ি থামিয়ে চাদরের নিচ থেকে বন্দুক বার করে সে  গুলি চালায়  বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। গুলিবিদ্ধ দুই পুলিশকর্মী শিলিগুড়িতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের দেখতে বৃহস্পতিবার হাসপাতালে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও অন্যান্য পদস্থ পুলিশ আধিকারিকরা।
  • Link to this news (আজকাল)