• বিধায়ককে সেভাবে দেখা যায় না, বলাগড়ে গঙ্গা ভাঙন পরিদর্শনে গিয়ে বললেন সাংসদ রচনা ব্যানার্জি...
    আজকাল | ১৭ জানুয়ারি ২০২৫
  • মিল্টন সেন: গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশনের সদস্যদের নিয়ে বৃহস্পতিবার বলাগড়ে গঙ্গা ভাঙ্গন পরিদর্শনে গিয়েছিলেন সাংসদ রচনা ব্যানার্জি। উপস্থিত ছিলেন রাজ্য এবং জেলা প্রশাসনের আধিকারিক এবং জেলা পরিষদ, ব্লক, গ্রাম পঞ্চায়েত স্তরের সকল জনপ্রতিনিধিরা। সারাদিনের সেই কর্মসূচিতে দেখা গেল না বিধায়ক মনোরঞ্জন ব্যাপারিকে।  তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন সাংসদ।

    বলাগড়বাসীর রাতের ঘুম কেড়ে নিয়েছে গঙ্গার ভাঙন। তাই দ্রুত ভাঙন রোধের সব স্তরেই তৎপরতা রয়েছে। অথচ সারাদিনের সেই কর্মসূচিতে এক বারের জন্যও দেখা যায়নি বিধায়ককে। এই বিষয়ে রচনা বলেন, ''বিধায়ককে সেভাবে এলাকায় দেখা যায় না। আমি তো ওনাকে দেখতে পাইনি। এর আগেও আমি নিজে ওনাকে বলেছি, আমাদের অনুষ্ঠান হলে আপনি আসবেন। কিন্তু উনি আসেন না। উনি তো, কোনও জায়গাতেই আসেন না। আমরা সবাইকে জানিয়েই এসেছিলাম। কি বলব বলুন। উনি এলে আমরা খুশি হতাম।'' সাংসদ আরও বলেন, ''আমার সঙ্গে ওঁনার ফোনে সেভাবে যোগাযোগ হয় না। তাই উনি কেন আসেননি সেটা আমি জানি না। দল থেকে বলা হয়েছিল কিনা সেটাও আমি জানিনা। তবে মাঝেমধ্যে উনি বলেন অসুস্থ। দিদি বোধহয় বিষয়টা জানেন, বিধায়ক সব জায়গায় উপস্থিত থাকতে পারেন না। কেন থাকতে পারেন না, সেটা জানি না। এর ফলে দলের সংগঠনেরও ক্ষতি হচ্ছে, আশা করি খুব তাড়াতাড়ি বিষয়টা ঠিক হয়ে যাবে।'' 

    পাল্টা বিধায়ক জানিয়েছেন, তাঁকে কেউ কিছু জানায়নি। তিনি বলাগড়েই ছিলেন। সাংসদ দিল্লিতে আওয়াজ তুলেছেন, তিনি রাজ্য বিধানসভায় আওয়াজ তুলছেন। যেভাবেই হোক বলাগড়বাসী যেন বন্যা থেকে বাঁচতে পারে, সেটা হলেই তিনি খুশি। বিরোধীরা অনেক কিছু বলছে তা নিয়ে কিছু বলার নেই।ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)