আজকাল ওয়েবডেস্ক: বীরভূমের দুবরাজপুর থেকে গ্রেফতার এক জাল লটারি ছাপানোর কারিগর। ধৃতের নাম আতা মোর্শেদ কাদেরী। বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক কোটি জাল লটারি-সহ ছটি জেরক্স মেশিন, দু'টি ল্যাপটপ ও দু'টি ডেস্কটপ। ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরে পাওয়ার হাউস মোড়ের কাছে।
পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে এখানে একাধিক বড় বড় কোম্পানির জাল লটারি ছাপানো হতো। এমনকি ঝাড়খণ্ডের পর্যন্ত ছাপানো হত। যা এই রাজ্যে নিষিদ্ধ। এ বিষয়ে পুলিশের কাছে একাধিক অভিযোগ জমা পড়ে। পরবর্তী ক্ষেত্রে পুলিশ তদন্ত নামে এবং হানা দেয় এই জাল লটারির কারখানায়। এদিন বিকেলে ডিএসপি(ক্রাইম) প্রতীক রায়, দুবরাজপুরের সিআই শুভাশিস হালদার ও দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেনের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে হানা দেয় এবং মেলে সাফল্য। দীর্ঘদিন ধরেই এই ব্যবসা চলছে দুবরাজপুর শহর ও বিভিন্ন এলাকা জুড়ে। এই জাল লটারি টিকিট কেটে জমানো টাকা খুইয়েছেন নিঃস্ব হয়েছেন অনেকেই।